Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budh Gochar 2023: মাত্র ৮ দিন পর, গ্রহের রাজপুত্রের গোচরে কেটে যাবে সব বাধাবিঘ্ন! পাঠ করুন এই স্তোত্র

Astrology: আগামী ২৮ ডিসেম্বর বুধ ধনু রাশি ছেড়ে নির্দিষ্ট সময় মেনে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। বুধের রাশি বদলের জেরে রাশির উপর প্রভাব তো পড়বেই, যে রাশির অবস্থা শোচনীয় হতে চলেছে, তাদের জন্যও রয়েছে বেশ কিছু প্রতিকার। জ্যোতিষমতে, যে রাশির উপর বুধের শক্তিশালী প্রভাব রয়েছে, সেই রাশির জাতক-জাতিকারা বিশেষ জ্ঞানী ও সাহসী হয়ে থাকেন।

Budh Gochar 2023: মাত্র ৮ দিন পর, গ্রহের রাজপুত্রের গোচরে কেটে যাবে সব বাধাবিঘ্ন! পাঠ করুন এই স্তোত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 7:30 AM

জ্যোতিষশাস্ত্র মতে,  বুধ হল গ্রহের রাজপুত্র। মনে করা হয়, যে ব্যক্তির কুণ্ডলিতে কোনও বিশেষ গ্রহ দুর্বল থাকলে সেই ব্যক্তি নানা সমস্যায় জড়িয়ে পড়েন। সেই সঙ্গে কোনও গ্রহ শক্তিশালী হলে ওই ব্যক্তি শুভ ফল লাভ করেন।  আগামী ২৮ ডিসেম্বর বুধ ধনু রাশি ছেড়ে নির্দিষ্ট সময় মেনে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। বুধের রাশি বদলের জেরে রাশির উপর প্রভাব তো পড়বেই, যে রাশির অবস্থা শোচনীয় হতে চলেছে, তাদের জন্যও রয়েছে বেশ কিছু প্রতিকার। জ্যোতিষমতে, যে রাশির উপর বুধের শক্তিশালী প্রভাব রয়েছে, সেই রাশির জাতক-জাতিকারা বিশেষ জ্ঞানী ও সাহসী হয়ে থাকেন। বুধের শক্তিতে শক্তিশালী হলে জাতক-জাতিকারা অত্যন্ত মেধাবী হয়ে থাকেন।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২৮ ডিসেম্বর সকাল ১১টা ৭ মিনিটে বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। এই অবস্থায় বুধ যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে দুর্বল অবস্থানে থাকে তবে সেই জাতক-জাতিকাকে বুদ্ধ স্তোত্র পাঠ করতে হবে। এটি একজন ব্যক্তির জীবনে আসা সমস্ত সমস্যা দূর করে।

বুধ স্তোত্র

জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্ ।

ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্ ।। (1)

দধিশঙ্খতুষারাভং ক্ষীরোদার্ণবসম্ভবম্ ।

নংমামি শশিনং ভক্ত্যা শম্ভোর্মুকুটভূষণম্ ।। (2)

ধরণীগর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জসমপ্রভম্।

কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম্ ।। (3)

প্রিয়ঙ্গুকলিকাশ্যামং রূপেণাপ্রতিমং বুধম্ ।

সৌম্যং সর্বগুণোপেতং তং বুধং প্রণমাম্যহম্ ।। (4)

দেবতানামৃষীণাঞ্চ গুরুং কনকসন্নিভম্ ।

বন্দ্যভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম্ ।। (5)

হিমকুন্দমৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম্ ।

সর্বশাস্ত্রপ্রবক্তারাং ভার্গবং প্রণমাম্যহম্ ।। (6)

নীলাঞ্জনসমাভাসং রবিপুত্রং যমাগ্রজম্ ।

ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনৈশ্চরম্ ।। (7)

অর্দ্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্যবিমর্দকম্।

সিংহিকায়াঃ সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম্ ।। (8)

পলালধূম-সংঙ্কাশং তারাগ্রহবিমর্দকম্ ।

রৌদ্রং রুদ্রাত্মজং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম্ ।। (9)

ইতি ব্যাসমুখোদ্গীতং যঃ পঠেৎ সুসমাহিতঃ ।

দিবা বা যদি বা রাত্রৌ শান্তিস্তস্য নঃ সংশয়ঃ ।। (10)

ঐশ্বর্য্যমতুলং তেষামারোগ্যং পুষ্টিবর্দ্ধনম্ ।

নর-নারী-নৃপাণাঞ্চ ভবেদ্দুঃস্বপ্ননাশনম্ ।। (11)

গ্রহনক্ষত্রজাঃ পীড়াস্তস্করাগ্নিসমুদ্ভবাঃ ।

তাঃ সর্বাঃ প্রশমং যান্তি ব্যাসো ব্রূতে ন সংশয়ঃ।। (12)

ইতি শ্রীব্যাসবিরচিতং নবগ্রহ-স্তোত্রং সম্পূর্ণম্ ।