AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাবধান! হাত থেকে বারবার এই ৫টি জিনিস পড়ে যাওয়া কি বড় কোনও বিপদের সংকেত?

সাধারণ সময়ে আমরা একে গুরুত্ব দিই না। কিন্তু শাস্ত্র বলছে, কিছু নির্দিষ্ট জিনিসের বারবার হাত থেকে পড়ে যাওয়া মোটেও স্বাভাবিক নয়। ধর্মীয় ও জ্যোতিষ শাস্ত্রীয় মান্যতা অনুযায়ী, নির্দিষ্ট কিছু জিনিসের পতন আসলে আসন্ন আর্থিক অনটন বা বড় কোনো বিপদের আগাম সতর্কতা।

সাবধান! হাত থেকে বারবার এই ৫টি জিনিস পড়ে যাওয়া কি বড় কোনও বিপদের সংকেত?
| Updated on: Jan 15, 2026 | 5:14 PM
Share

দৈনন্দিন জীবনে তাড়াহুড়োর কারণে আমাদের হাত থেকে অনেক সময় অনেক কিছু পড়ে যায়। সাধারণ সময়ে আমরা একে গুরুত্ব দিই না। কিন্তু শাস্ত্র বলছে, কিছু নির্দিষ্ট জিনিসের বারবার হাত থেকে পড়ে যাওয়া মোটেও স্বাভাবিক নয়। ধর্মীয় ও জ্যোতিষ শাস্ত্রীয় মান্যতা অনুযায়ী, নির্দিষ্ট কিছু জিনিসের পতন আসলে আসন্ন আর্থিক অনটন বা বড় কোনো বিপদের আগাম সতর্কতা।

জেনে নিন, হাত থেকে কোন জিনিসগুলি পড়ে যাওয়া অশুভ মনে করা হয়:

বাস্তু ও জ্যোতিষ—উভয় শাস্ত্রেই লবণ পড়ে যাওয়াকে অত্যন্ত অশুভ মনে করা হয়। বারবার হাত থেকে নুন পড়ে যাওয়া দাম্পত্য জীবনে অশান্তি ও মানসিক উত্তেজনার লক্ষণ। জ্যোতিষ মতে, নুনের সঙ্গে শুক্র ও চন্দ্রের সম্পর্ক রয়েছে। তাই নুন পড়ে যাওয়া মানে এই দুই গ্রহের অশুভ প্রভাব বৃদ্ধি পাওয়া।

শাস্ত্রে তেলের সম্পর্ক সরাসরি শনি দেবের সঙ্গে। হাত থেকে বারবার তেল পড়ে যাওয়া ভবিষ্যতে ধেয়ে আসা আর্থিক সংকটের ইঙ্গিত দেয়। এ ছাড়া এটি পরিবারের কোনও সদস্যের ওপর বড় কোনও বিপদ আসার সংকেত হিসেবেও দেখা হয়।

পুজোর সময় আরতির থালা হাত থেকে পড়ে যাওয়াকে অমঙ্গলের প্রতীক হিসেবে ধরা হয়। মনে করা হয়, এটি ভগবানের অসন্তোষের বহিঃপ্রকাশ। কোনও শুভ বা মাঙ্গলিক কাজে বাধা আসার আগে সাধারণত এমন ঘটনা ঘটে থাকে বলে বিশ্বাস করা হয়।

খাবার সময় মুখ থেকে গ্রাস বা থালা থেকে বারবার খাবার পড়ে যাওয়া ভাল লক্ষণ নয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী, এটি বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি বা দারিদ্র্যের আগমন বার্তা দেয়। একে দেবী অন্নপূর্ণার অপমান হিসেবেও গণ্য করা হয়। এর ফলে পরিবারে শোক সংবাদ বা অর্থহানির সম্ভাবনা তৈরি হয়।

দুধের সম্পর্ক মনের কারক গ্রহ চন্দ্রের সঙ্গে। বারবার দুধ হাত থেকে পড়ে যাওয়া বা ওভেনে বসানো দুধ উথলে পড়ে যাওয়া অত্যন্ত অশুভ। এটি মানসিক চাপ বৃদ্ধি এবং অকারণে অর্থ অপচয়ের ইঙ্গিত দেয়।

এই প্রতিবেদনটি ধর্মীয় ও শাস্ত্রীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি প্রমাণিত নয়।