AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bathing Astrology Tips: বাড়িতেও মিলবে গঙ্গাস্নানের পুণ্য! স্নানের জলের সঙ্গে এই জিনিস মেশালেই ধনী হবেন রাতারাতি

Astrology Remedies: সনাতন ধর্মে ব্রহ্ম মুহুর্তে স্নান করার কথা বলা হয়েছে। স্নান করার পর সোজা বাড়ি নয়, কি্ছু দানধ্যানও করা উচিত। হিন্দু ধর্মে, স্নান ও দানকে একসঙ্গেই দেখা হয়ে থআকে, তাতে মোক্ষলাভ করা সহজ হয়ে ওঠে। স্নান করলেই শেষ হয় না। সঙ্গে কিছু প্রতিকারও মেনে চলা উচিত। আগেকারদিনের মতওো বর্তমানে গঙ্গাস্নান করা ব্রাত্য হয়ে দাঁড়িয়েছে। তার পিছনে রয়েছে গঙ্গার জলদূষণের ব্যপকতা।

Bathing Astrology Tips: বাড়িতেও মিলবে গঙ্গাস্নানের পুণ্য! স্নানের জলের সঙ্গে এই জিনিস মেশালেই ধনী হবেন রাতারাতি
| Edited By: | Updated on: Mar 01, 2024 | 7:00 AM
Share

হিন্দু ধর্মে স্নানের রয়েছে বহু গুণ ও গুরুত্ব। এই গুরুত্বের কথা মাথায় রেখে আগেকার দিনের মহিলারা অর্থাত্‍ দিদিমা-ঠাকুমারা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে গঙ্গাস্নান করতে যেতেন। তাতে নাকি পুণ্যলাভ হয়। সনাতন ধর্মে ব্রহ্ম মুহুর্তে স্নান করার কথা বলা হয়েছে। স্নান করার পর সোজা বাড়ি নয়, কি্ছু দানধ্যানও করা উচিত। হিন্দু ধর্মে, স্নান ও দানকে একসঙ্গেই দেখা হয়ে থআকে, তাতে মোক্ষলাভ করা সহজ হয়ে ওঠে। স্নান করলেই শেষ হয় না। সঙ্গে কিছু প্রতিকারও মেনে চলা উচিত। আগেকারদিনের মতওো বর্তমানে গঙ্গাস্নান করা ব্রাত্য হয়ে দাঁড়িয়েছে। তার পিছনে রয়েছে গঙ্গার জলদূষণের ব্যপকতা। কাছে গঙ্গা বা পবিত্র নদী না থাকে, তাহলে বাড়িতে স্নান করেও পুণ্যলাভ করে থাকা সম্ভব হয়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, স্নান করার সময় যদি কিছু প্রতিকার মেনে চলা হয়, তাহলে রাতারাতি ধনী হতে পারেন। সারা জীবনের জন্য দারিদ্র্যও দূর হয়ে যায়। এর জন্য স্নানের জলে কিছু জিনিস মেশানো উচিত। তাতে রাশির গ্রহগুলিকে শক্তিশালী হয়ে ওঠে, বিষ্ণুদেব ও দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়।

বৃহস্পতিবার স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। এই প্রতিকার করলে জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শক্তিশালী হয়, সম্পদও বৃদ্ধি পাবে।

শনি ও মঙ্গলবার স্নানের জলেতে লবণ মিশিয়ে স্নান করুন। বাড়ির ও পরিবারের মধ্যে নেতিবাচক শক্তিও দূর হবে। ইতিবাচক শক্তিতে শরীর ও মন খুশি থাকবে।

শুক্রবার শুক্র গ্রহের সঙ্গে জড়িত। সেদিন জলের মধ্যে কয়েক ফোঁটা পারফিউম মিশিয়ে স্নান করা উচিত। তাতে বিলাসিতা ও  জীবনের নানারকম সুবিধা পেতে পারেন। শুক্রবার সাদা কাপড় পরিধান করে তাতে সুগন্ধি লাগান। শক্তিশালী হ. শুক্রগ্রহ।

শুক্রবার জলের মধ্যে গোলাপজল বা লাল গোলাপ মিশিয়ে স্নান করলে দেহ হয় শান্ত ও সুস্থ। দেবী লক্ষ্মীকে খুশি করতে লাল গোলাপ নিবেদন করতে পারেন। এই উপায় অবলম্বন করলে জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে পারে।

স্নানের জলেতে কিছু পরিমাণ কর্পূর মিশিয়ে স্নান করলে নেতিবাচকতা দূর হয়। শরীর ও মনও থাকবে শুদ্ধ ও পবিত্র।

সোমবার জলে দুধ মিশিয়ে স্নান করুন। তাতে সারাজীবনের জন্য শান্তি পাবেন ও মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। গঙ্গাজলে স্নান করলে সব পাপ ধুয়ে যাবে ও পুণ্য লাভ হতে পারে।

স্নানের জলেতে কিছু চন্দন যোগ করলে ত্বক ভালো থাকে। মন আনন্দে রাখতে ও নেগেটিভিটি থেকে দূরে রাখতে সাহায্য করে।