বাড়ি থেকে বেরনোর আগে চোখে পড়ল…, আজই ভরে উঠবে আপনার পকেট
Vastu Tips: এই লক্ষণগুলি ঘরে অর্থের আগমনের ইঙ্গিত বহন করে। ঘরের বাইরে বের হওয়ার আগে যদি এই ইঙ্গিতগুলি দেখেন, তাহলে বুঝবেন আপনাকে কেউ ধনী হতে আটকাতে পারবে না।
কপাল ঠুকেও অর্থপ্রাপ্তি হয় না বহুজনের। প্রবাদ রয়েছে, পরিশ্রম করলে কেষ্ট মেলে। কিন্তু এই প্রবাদ অনেকের কাছেই ব্রাত্য। দিনরাত রক্তজল করে টাকা রোজগার করেও সংসার চলে না ঠিকমতো। এমন ভাগ্য যে পরিশ্রমের সঠিক প্রাপ্যটুকুও পান না অনেকে। তবে পরিশ্রম না করেও যদি ভাবেন হাতে অগাধ টাকা-পয়সা বা ধনসম্পত্তির অধিকারী হবেন, তাহলে বেশ কিছু লক্ষণেই বুঝতে পারবেন। ঘরের বাইরে বের হওয়ার আগে যদি কিছু জিনিস চোখে পড়ে, তাহলে বুঝবেন আপনার জীবনে ঘটবে শুভ ইঙ্গিত। জ্যোতিষশাস্ত্রেও এমন কিছু ইঙ্গিতের প্রসঙ্গ উল্লেখ রয়েছে। যেগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই লক্ষণগুলি ঘরে অর্থের আগমনের ইঙ্গিত বহন করে। ঘরের বাইরে বের হওয়ার আগে যদি এই ইঙ্গিতগুলি দেখেন, তাহলে বুঝবেন আপনাকে কেউ ধনী হতে আটকাতে পারবে না।
কোন কোন ইঙ্গিতগুলি দেখলেই বুঝবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে…
পিঁপড়ের সারি
ঘরে যদি এক লাইন দিয়ে পিঁপড়ের সারি দেখতে পান, তাহলে তা শুভ বলে মনে করা হয়। যদি কালো পিঁপড়ের সারি দেখতে পান বা কালো পিঁপড়ের দল দেখতে পান, তাহলে তা শুভ লক্ষণ। এর মানে হল, শীঘ্রই আর্থিক সুবিধা আপনার কপালে জুটতে চলেছে। এমনকি অর্থের বৃষ্টি হতে চলেছে।
গরুর হাম্বা ডাক
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গরুর মূর্তি বা গরুকে দেখা একটি শুভ লক্ষণ। বাড়ির বাইরে বের হওয়ার সময় যদি গরু মাথা ঝাঁকিয়ে হাম্বা ডাকে, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী স্বয়ং আপনার দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। শুধু প্রবেশের অপেক্ষায় রয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে গরুকে গুড় ও রুটি খাওয়াতে পারেন।
পাখির বাসা
বাড়িতে একটি পাখি বাসা তৈরি করলে তা শুভ লক্ষণ বলে মনে করেন। বাড়িতে পাখির বাসা সম্পদের আগমনের লক্ষণ। এমনকি পাওনা টাকাও হাতে আসবে আপনার।
স্বপ্নে ভালো জিনিস দেখা
স্বপ্নের মধ্যে কখনও ভাল আবার কখনও মন্দ ঘঠনার ছবি দেখা যায়। আবার স্বপ্নে দেখা কিছু জিনিস আবার শুভ লক্ষণ। যেমন স্বপ্নে শঙ্খ, পেঁচা, পদ্ম, হাতি, টিকটিকি ইত্যাদি দেখা আর্থিক লাভের ইঙ্গিত দেয়।
তুলসীর পাতা সবুজ হওয়া
বাড়ির তুলসী মঞ্চে থাকা তুলসী গাছ যদি হঠাৎ করে খুব সবুজ হয়ে যায়, তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হল বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে।