ধোনির উত্তরসূরি পেয়ে গেল ভারত? বাঙালি ক্রিকেটারের ডবল সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব!
যদিও অভিজ্ঞানের এই মুহূর্তে একটাই লক্ষ্য, ভারতীয় দলের জার্সি গায়ে ধারাবাহিকতা বজায় রাখা। তাঁর পরিবার আদতে সোদপুরের। তবে অভিজ্ঞানের জন্ম মুম্বইয়ে। অভিনাশ ফাউন্ডেশনে তিনি ছেলেবেলায় প্র্যাক্টিস করতেন। সেখান থেকে নানা বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলে বর্তমানে ভারতীয় যুব দলের হয়ে খেলছেন।

কলকাতা: দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে চলছে ছোটদের এশিয়া কাপ। স্বভাবতই এশিয়ান ক্রিকেট সার্কিটে ভারতীয় দলের জুড়ি মেলা ভার। মঙ্গলবার ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের ম্যাচ ছিল মালেশিয়ার বিরুদ্ধে। আর তাতেই হইচই ফেলে দিয়েছেন এক খুদে ছেলে। মালেশিয়ার তুলনায় ভারতীয় দল প্রায় সকল বিভাগেই এগিয়ে। তবে এই দিন দুবাইয়ের মাঠে এক বিরাট কান্ড ঘটায় জন্মসূত্রে বাঙালি এক ১৭ বছরের কিশোর। তাঁর নাম অভিজ্ঞান কুন্ডু।
এই ম্যাচে ১২৫ বলে করেন ২০৯ রান করে নট আউট থেকে গিয়েছেন অভিজ্ঞান। আগের ম্যাচেই গতবারের আইপিএলের সেনসেশন বৈভব সূর্যবংশী ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন। তবে সেই রেকর্ড ভেঙে ফেলেন অভিজ্ঞান। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ছোটদের ম্যাচে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বাংলাদেশের সৌম্য সরকার। অভিজ্ঞানের এই ঝোড়ো ইনিংসে রয়েছে ১৭টি চার এবং ৯টি ছয়। অনেকেই ভাবতে পারেন এই ২০০ করা কি এমন ব্যপার? তবে তিনি যে সময় ব্যাট করতে নামেন, তখন কিন্তু এই বিশাল রানের ব্যক্তিগত স্কোর খাড়া করা ছিল বেশ চাপের। তিনি সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করেন। এই ইনিংসের পরে অনেকেই তাঁর সঙ্গে ধোনির সঙ্গে তুলনা করা শুরু করেছেন।
যদিও অভিজ্ঞানের এই মুহূর্তে একটাই লক্ষ্য, ভারতীয় দলের জার্সি গায়ে ধারাবাহিকতা বজায় রাখা। তাঁর পরিবার আদতে সোদপুরের। তবে অভিজ্ঞানের জন্ম মুম্বইয়ে। অভিনাশ ফাউন্ডেশনে তিনি ছেলেবেলায় প্র্যাক্টিস করতেন। সেখান থেকে নানা বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলে বর্তমানে ভারতীয় যুব দলের হয়ে খেলছেন। এখন তাঁর দিকে তাকিয়ে গোটা ভারতীয় ক্রিকেটমহল। আগামী দিনে ভারতীয় সিনিয়র দলের জার্সিতে তাঁকে দেখতে মুখিয়ে সকলে।
