AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia cup 2023 PAK vs NEP: বাবরের ‘বিগ’ সেঞ্চুরি, পাক অধিনায়কের সামনে শুধু সইদ আনোয়ার

Asia cup 2023 PAKISTAN vs NEPAL Innings Break Report: বাবরের পথে ইফতিকার আহমেদও। সেঞ্চুরি করেন ইফতিকার। পঞ্চম উইকেটে মাত্র ১৩১ বলে ২১৪ রানের পার্টনারশিপ বাবর-ইফতিকারের। এই জুটির সৌজন্যেই ৫০ ওভারে নেপালকে ৩৪৩ রানের বিশাল লক্ষ্য দিল পাকিস্তান। শেষ ১০ ওভারে পাকিস্তান তুলেছে ১২৯ রান!

Asia cup 2023 PAK vs NEP: বাবরের 'বিগ' সেঞ্চুরি, পাক অধিনায়কের সামনে শুধু সইদ আনোয়ার
Image Credit: twitter
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 7:34 PM
Share

মুলতান: পাকিস্তান ক্রিকেটে সর্বকালের সেরা! তালিকায় নিঃসন্দেহে নাম থাকবে বাবর আজমের। শুরু হল এশিয়া কাপ। ভারতের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সে কারণেই এ বারের এশিয়া কাপ হচ্ছে ওয়ান ডে ফরম্য়াটে। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম বলেছিলেন, বোলারদের জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা। ওয়ান ডে ফরম্যাটে বোলাররা কেমন ধারাবাহিকতা দেখাতে পারেন নজর থাকবে সে দিকেই। এশিয়া কাপে অভিষেক নেপালের। ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব লিগ ২-তে দুর্দান্ত পারফর্ম করেছিল নেপাল। বিশ্বের এক নম্বর দল এবং ব্যাটারের বিরুদ্ধে বোলিংয়ে শুরুটা ভালো হল না। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মুলতানে ব্যাটিং সহায়ক পিচ। টস জিতে দ্বিতীয় বার ভাবতে হয়নি বাবর পাকিস্তান অধিনায়ককে। ব্যাটিং নেন বাবর। নেপালের ফিল্ডিং ধারাবাহিকতা দেখাতে পারেনি। কোনও সময় অনবদ্য ফিল্ডিংয়ে রান আউট আবার কখনও সহজ ফিল্ডিং মিস করে। দুটো দুর্দান্ত রান আউট করেছে নেপাল। শুরুর দিকে পাকিস্তানকে চাপে ফেলতে সফল তারা। কিন্তু পার্থক্য গড়ে দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। উল্টোদিকে উইকেট পড়লেও বাবর ধৈর্য ধরে ক্রিজে থাকেন। তার পুরস্কারও পেলেন। ওয়ান ডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল পাকিস্তান। ব্যাটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন বাবর আজম।

নেপালের বিরুদ্ধে বাবর আজম ১০৯ বলে সেঞ্চুরিতে পৌঁছন। ক্রিজে তাঁর সঙ্গে ইফতিকার যোগ দিতেই আরও বিধ্বংসী ফর্মে বাবর। সেঞ্চুরির পর মূলত বাউন্ডারি-ওভার বাউন্ডারিতেই রান তোলেন। যদিও অপরাজিত থাকতে পারেননি। ইনিংসের শেষ ওভারে আউট হন তিনি। ১৩১ বলে ১৫১ রানের অনন্য ইনিংস বাবর আজমের। পাকিস্তান ব্যাটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে সইদ আনোয়ারের। ২০টি শতরান রয়েছে তাঁর। বাবর পৌঁছলেন ১৯-এ। প্রথম ম্যাচে একটি নজির গড়লেন বাবর আজম। অধিনায়কদের মধ্যে এশিয়া কাপে সর্বাধিক স্কোর গড়লেন।

একই সঙ্গে হাশিম আমলার রেকর্ড ভেঙে দিলেন বাবর। ১৯তম সেঞ্চুরি করতে ১০২ ইনিংস লাগল পাক অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার আমলার লেগেছিল ১০৪ ইনিংস। বিশ্বকাপের আগে তাঁর ফর্মে থাকাটা পাকিস্তানের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিক। বাবর তা তো করলেনই, সেই সঙ্গে টিমকে নিজের পারফরম্যান্স দিয়ে তাতানোর কাজটাও শুরু করে দিলেন। প্রতিপক্ষ নেপাল হলেও বাবর ব্যাট হাতে সাবলীল ছিলেন, ঝকঝকে পারফর্ম করেছেন।

বাবরের পথে ইফতিকার আহমেদও। সেঞ্চুরি করেন ইফতিকার। পঞ্চম উইকেটে মাত্র ১৩১ বলে ২১৪ রানের পার্টনারশিপ বাবর-ইফতিকারের। এই জুটির সৌজন্যেই ৫০ ওভারে নেপালকে ৩৪৩ রানের বিশাল লক্ষ্য দিল পাকিস্তান। শেষ ১০ ওভারে পাকিস্তান তুলেছে ১২৯ রান!