Bengal Cricket: বাংলা টিমেও জাতীয় দলের পলিসি! ভাইস ক্যাপ্টেন যুধাজিৎ গুহ

Cooch Behar Trophy: একটি টেস্টে নেতৃত্বও দিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় একটি টেস্টে খেলবেন না রোহিত শর্মা। সেখানেও নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাই। কারণ, বর্ডার-গাভাসকর ট্রফিতেও বুমরাই ভাইস ক্যাপ্টেন। বাংলা টিমও কি একই পথে?

Bengal Cricket: বাংলা টিমেও জাতীয় দলের পলিসি! ভাইস ক্যাপ্টেন যুধাজিৎ গুহ
Image Credit source: CAB, FACEBOOK
Follow Us:
| Updated on: Nov 04, 2024 | 6:42 PM

ভারতের লাল-বলের স্কোয়াডে গত কয়েক বছর একটা ট্রেন্ড দেখা গিয়েছে। ক্যাপ্টেন করা হয়েছে স্পেশালিস্ট ব্যাটারকে। ভাইস-ক্যাপ্টেন বোলার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে খেলেছেন ভারত। ভাইস ক্যাপ্টেন ছিলেন জসপ্রীত বুমরা। প্রথম বার এই পেসারকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল তা নয়। এর আগেও হয়েছেন। একটি টেস্টে নেতৃত্বও দিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় একটি টেস্টে খেলবেন না রোহিত শর্মা। সেখানেও নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাই। কারণ, বর্ডার-গাভাসকর ট্রফিতেও বুমরাই ভাইস ক্যাপ্টেন। বাংলা টিমও কি একই পথে?

কুচবিহার ট্রফির প্রথম দু-ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলা ক্রিকেট সংস্থা। অনূর্ধ্ব ১৯ লাল বলের এই টুর্নামেন্টে ভাইস ক্যাপ্টেন পেসার যুধাজিৎ গুহ। সম্প্রতি অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে খেলেছেন যুধাজিৎ। পরবর্তী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও তাঁকে দেখা যেতে পারে। লাল-বলের ক্রিকেটে অনেক বেশি ভয়ঙ্কর যুধাজিৎ। ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব এবং পেস বোলিংয়ের নেতৃত্ব। বাংলার ক্যাপ্টেন চন্দ্রহাস দাস। সম্প্রতি বিনু মানকড় ট্রফিতেও (ওয়ান ডে ফরম্যাট) এই জুটিই ছিলেন। কুচবিহার ট্রফি ভালো পারফর্ম করলে আগামীতে বাংলার রঞ্জি টিমে সুযোগের সম্ভাবনা প্রবল।

কুচবিহার ট্রফিতে সামনে বাংলার ম্যাচ দুটি মুম্বই এবং গুজরাটের বিরুদ্ধে। আপাতত দু-ম্যাচের স্কোয়াডই ঘোষণা হয়েছে। বুধবার থেকে ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ। এরপর ১৩ নভেম্বর গুজরাটের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। সৌরাশিস লাহিড়ীর কোচিংয়ে টুর্নামেন্টে নামছে বাংলা।

এই খবরটিও পড়ুন

ঘোষিত স্কোয়াড- চন্দ্রহাস দাস (ক্যাপ্টেন), যুধাজিৎ গুহ (ভাইস ক্যাপ্টেন), অঙ্কিত চট্টোপাধ্যায়, আদিত্য রায়, অগ্নিশ্বর দাস, আশুতোষ কুমার, অভিপ্রায় বিশ্বাস, দেবাংশু পাখিরা, গণরঞ্জন কাপট, রাজু আর, জিৎ ঠাকুর, শিবম ভারতী, মায়াঙ্ক ঝা, বিশাল ভাটি, অক্ষজ গিরি, রোহিত, সৌম্যদীপ মান্না।