AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashes Series: অস্ট্রেলিয়ার পেসের ধাক্কায় বিপর্যস্ত ইংল্যান্ড

Australia vs England: দ্বিতীয়ও দিনও থাকছে বৃষ্টির পূর্বাভাষ। অজি বোলাররা পরিস্থিতি যে ভাবে কাজে লাগিয়েছেন, সে ভাবে কাজে লাগাতে পারবেন ইংল্যান্ডের বোলারারা।

Ashes Series: অস্ট্রেলিয়ার পেসের ধাক্কায় বিপর্যস্ত ইংল্যান্ড
প্রথম দিন থেকেই রুটের ওপর চাপ তৈরি করলেন কামিন্স। সৌ: টুইটার
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 3:58 PM
Share

ব্রিসবেন: প্রথম ম্যাচে নামার আগে ইংল্যান্ডের (England) তারকা পেসার স্টুয়ার্ট ব্রড বলেছিলেন, দল একেবারেই তৈরি নয়। এত খারাপ প্রস্তুতি নিয়ে নাকি কখনও অ্যাসেজ (Ashes Series) খেলতে আসেনি ইংল্যান্ড! ব্রড যে ভুল বলেননি, সেটা দেখিয়ে দিলে ব্রিসবেনের প্রথম দিন। অস্ট্রেলিয়ার (Australia) পেস বোলিংয়ের ধাক্কায় ভেঙে পড়ল ইংল্যান্ড। টস জিতে প্রথমে কেন ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root)? প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। কারণ, শুরু থেকেই জানা ছিল, মেঘলা থাকবে সারাটা দিন। বল সুইং করার আদর্শ পরিবেশ পাবেন অজিরা। সেই পরিস্থিতি কাজে লাগিয়েই প্রথম বল থেকেই আক্রমণ অস্ট্রেলিয়ার। টেস্ট ও সিরিজের প্রথম বলেই বোল্ড ইংল্যান্ড ওপেনার ররি বার্নস। শুরু থেকেই উইকেট হারানোর প্রদর্শনী। প্রথমে স্টার্ক ও হ্যাজেলউড, তারপর অধিনায়ক কামিন্স (Pat Cummins) নিজে। ৫০ ওভার ১ বলে খেলে ১৪৭ রানে অল আউট ইংল্যান্ড।

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে দুরন্ত ছন্দে থাকা জো রুট খাতা খোলার আগেই ফিরে গেলেন প্যাভেলিয়ানে। মানসিক স্বাস্থ্যের জন্য ছুটিতে থাকা বেন স্টোকস ফিরেছেন জাতীয় টিমে। কিন্তু ৫ রানের বেশি পাওয়া গেল না তাঁর ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৯ রান উইকেটকিপার জস বাটলারের। ৩৫ রান ওলি পোপের। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট ক্যাপ্টেন হিসেবে অভিষেক হওয়া প্যাট কামিন্সের। দুটি করে উইকেট স্টার্ক ও হ্যাজেলউডের। অ্যাসেজের আসরে প্রথম টেস্ট উইকেট পেলেন ক্যামারন গ্রিন। ইংল্যান্ডকে মাত্র ১৪৭ রানে অল আউট করেও ব্যাট করতে নামার সুযোগ পেল না অস্ট্রেলিয়া। কারণ বৃষ্টি। আর একটাও বল খেলা হয়নি প্রথম দিন।

দ্বিতীয়ও দিনও থাকছে বৃষ্টির পূর্বাভাষ। অজি বোলাররা পরিস্থিতি যে ভাবে কাজে লাগিয়েছেন, সে ভাবে কাজে লাগাতে পারবেন ইংল্যান্ডের বোলারারা। প্রথম টেস্টে অ্যান্ডারসন খেলবেন না, আগেই জানা ছিল। কিন্তু স্টুয়ার্ট ব্রডকেও প্রথম দলে রাখেননি জো রুট। ওকস, রবিনসন, মার্ক উডদের ওপরই ভরসা রেখেছে ইংল্যান্জ শিবির। তাই ১৫০তম টেস্ট খেলার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ব্রডকে। অন্য দিকে অস্ট্রেলিয়ার হয়ে এ দিন টেস্ট অভিষেক হল উইকেটকিপার অ্যালেস্ক ক্যারির। প্রাক্তন অধিনায়ক টিম পেইনের জায়গায় খেলছেন ক্যারি। তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন অ্যাডাম গিলক্রিস্ট।

আরও পড়ুন: India Tour of South Africa: জাডেজা-গিলের চোট, দক্ষিণ আফ্রিকা সফরের টিম নিয়ে চাপে নির্বাচকরা