AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWCQ 2023: রুদ্ধশ্বাস জয়, ভারতে বিশ্বকাপের টিকিট নেদারল্যান্ডসের

World Cup 2023 Qualifier: 'দেশের' মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ ভারতীয় বংশোদ্ভূত ডাচ ক্রিকেটার বিক্রমজিৎ সিংয়ের। এক ম্যাচ আগেই স্কটল্যান্ড ৩১ রানের জয়ে ছিটকে দিয়েছিল জিম্বাবোয়েকে। ব্যাটে-বলে রূপকথা বাস ডি লিডের।

CWCQ 2023: রুদ্ধশ্বাস জয়, ভারতে বিশ্বকাপের টিকিট নেদারল্যান্ডসের
Image Credit: ICC
| Updated on: Jul 06, 2023 | 9:03 PM
Share

জিতলেই হত না, ছিল অঙ্ক। সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য জয়। অঙ্ক মিলিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিশ্চিত করল নেদারল্যান্ডস। ‘দেশের’ মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ ভারতীয় বংশোদ্ভূত ডাচ ক্রিকেটার বিক্রমজিৎ সিংয়ের। এক ম্যাচ আগেই স্কটল্যান্ড ৩১ রানের জয়ে ছিটকে দিয়েছিল জিম্বাবোয়েকে। নেদারল্যান্ডস ম্যাচের আগে অ্যাডভান্টেজ ছিল তারাই। হারলেও বিশ্বকাপে সুযোগ থাকত। যদিও সেই অঙ্ক মিলল না স্কটল্যান্ডের। ব্যাট- বলে রূপকথা বাস ডি লিডের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এই ম্যাচের আগে স্কটল্যান্ডের ছিল ৬ পয়েন্ট। নেদারল্যান্ডস ৪ পয়েন্টে। নেট রান রেটেও এগিয়ে ছিল স্কটল্যান্ড। ফলে নেদারল্যান্ডকে জয়ের পাশাপাশি নেট রান রেটেও ছাপিয়ে যেতে হত স্কটল্যান্ডকে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ব্রেন্ডন ম্যাকুলেনের সেঞ্চুরি (১০৬), অধিনায়ক রিচি বেরিংটোনের হাফসেঞ্চুরির (৬৪) সৌজন্যে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে স্কটল্যান্ড। তাদের ছাপিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে হলে ৪৪ ওভারের মধ্যে এই রান তাড়া করে জিততে হত নেদারল্যান্ডসকে।

বল হাতে অনবদ্য পারফর্ম করেন বাস ডি-লিড। ১০ ওভারে ৫২ রান দিয়ে ৫ উইকেট। ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের শুরুটা ভালো হলেও প্রয়োজন ছিল গতি বাড়ানোর। ৪৪ ওভারের মধ্যে ম্যাচ জিততে না পারলে, এই জয়ের কোনও গুরুত্বই থাকবে না। গতি বাড়ানোর সেই দায়িত্ব নিলেন বাস ডি লিড। পাঁচ উইকেটের পর বিধ্বংসী শতরান। ইনিংসের ৪১ ও ৪২ তম ওভারে নেদারল্যান্ডস তোলে যথাক্রমে ২২ ও ২০ রান। ৪২.৫ ওভারেই জয়ের লক্ষ্যে নেদারল্যান্ডস। ৯২ বলে ১২৩ রানে আউট হলেও ততক্ষণে দলের বিশ্বকাপ নিশ্চিত করে দেন ডি লিড।