Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্লিজ ফিরিয়ে দিন… ইন্সটাতে কেন মনখারাপ করা বার্তা দিলেন ডেভিড ওয়ার্নার?

David Warner Plea Viral Video: তৃতীয় টেস্টে জয় তুলতে মরিয়া শান মাসুদের টিম। পাক নেতাও কিন্তু ওয়ার্নারের ব্যাগি গ্রিন নিয়ে যথেষ্ট স্পর্শকাতর। বলেছেন, 'ওয়ার্নারের ব্যাগি গ্রিন খুঁজে বের করার জন্য দেশ জুড়ে তল্লাশি চালাক অস্ট্রেলিয়া সরকার। প্রয়োজনে গোয়েন্দা নিযুক্ত করা হোক। ওয়ার্নার ক্রিকেটে অন্যতম সেরা মুখ। শেষ টেস্ট খেলতে নামবে ও। তার আগে এটুকু সম্মান ওর প্রাপ্য। যে কোনও ক্রিকেটারের কাছে টেস্ট ক্যাপটার মূল্য অপরিসীম। আশা করি ওয়ার্নার সেটা ফেরত পাবে।'

প্লিজ ফিরিয়ে দিন... ইন্সটাতে কেন মনখারাপ করা বার্তা দিলেন ডেভিড ওয়ার্নার?
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2024 | 12:42 PM

সিডনি: কেরিয়ারের ১১২তম টেস্ট খেলার জন্য এসসিজিতে নামবেন তিনি। এই শেষ নামা তাঁর। অস্ট্রেলিয়ার হয়ে আর টেস্ট খেলতে দেখা যাবে না বাঁ হাতি ওপেনারকে। পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগে ডেভিড ওয়ার্নার বিশেষ বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়। না, শেষ টেস্টে সমর্থকদের হাজির থাকার আবেদন জানাননি। কৃতজ্ঞতাও জানাননি। বিদেয়ী টেস্টে সেঞ্চুরির প্রত্যাশা দেননি। এমন একটা জিনিস খোয়া গিয়েছে তাঁর, যার জন্য মন খারাপ করা ভিডিয়ো বার্তা দিতে বাধ্য হয়েছেন। কী সেই জিনিস? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সব দেশেরই ক্রিকেট ঐতিহ্যের সঙ্গে কিছু না কিছু জড়িয়ে থাকে। যা পাওয়ার, ছুঁয়ে দেখার মরিয়া তাগিদ থাকে আগামী প্রজন্মের ক্রিকেটারের। অস্ট্রেলিয়ায় যেমনটা ব্যাগি গ্রিন। টেস্ট অভিষেকের সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা একটা সবুজ টুপি পান। যাকে বলা হয় ব্যাগি গ্রিন। এই টুপির সঙ্গে জড়িয়ে যায় আবেগ। দীর্ঘদিন যাঁরা খেলেন জাতীয় টিমের হয়ে, তাঁদের কাছে আরও স্পেশাল হয়ে যায় ব্যাগি গ্রিন। ১১২তম টেস্ট খেলতে নামা ওয়ার্নারের কাছেও ওই ব্যাগি গ্রিনের গুরুত্ব অনেকখানি। এসসিজিতে বিদায়ী টেস্ট খেলতে নামার আগে তাই খোয়া গিয়েছে। যা মেনে নিতে পারছেন না ওয়ার্নার। মনখারাপ করা বার্তা দিয়েছেন। অনুরোধ করেছেন, কেউ যদি ওই ব্যাগি গ্রিন পেয়ে থাকেন, তাঁকে যেন ফেরত দেন।

ওয়ার্নার ওই ভিডিয়োতে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমার লাগেজ থেকে ব্যাগপ্যাক খোয়া গিয়েছে। হোটেল কর্তৃপক্ষ ব্যাগটা খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে। ওই ব্যাগের মধ্যে আমার ব্যাগি গ্রিন টুপিটাও রয়েছে। ওটার সঙ্গে আমার অনেকখানি আবেগ জড়িয়ে রয়েছে। ওটা পরেই শেষ টেস্ট খেলতে নামব। কেউ যদি ওটা পেয়ে থাকেন, প্লিজ আমাকে ফেরত দিন। ব্যাগপ্যাকটা লাগবে না। ওটা রেখে দেওয়ার জন্য কোনও রকম সমস্যাও তৈরি হবে না, কথা দিচ্ছি। শুধু ব্যাগি গ্রিনটা ফেরত দিন।’

সফরের প্রথম দুটো টেস্টে হেরেছে পাকিস্তান। তৃতীয় টেস্টে জয় তুলতে মরিয়া শান মাসুদের টিম। পাক নেতাও কিন্তু ওয়ার্নারের ব্যাগি গ্রিন নিয়ে যথেষ্ট স্পর্শকাতর। বলেছেন, ‘ওয়ার্নারের ব্যাগি গ্রিন খুঁজে বের করার জন্য দেশ জুড়ে তল্লাশি চালাক অস্ট্রেলিয়া সরকার। প্রয়োজনে গোয়েন্দা নিযুক্ত করা হোক। ওয়ার্নার ক্রিকেটে অন্যতম সেরা মুখ। শেষ টেস্ট খেলতে নামবে ও। তার আগে এটুকু সম্মান ওর প্রাপ্য। যে কোনও ক্রিকেটারের কাছে টেস্ট ক্যাপটার মূল্য অপরিসীম। আশা করি ওয়ার্নার সেটা ফেরত পাবে।’