IPL 2025: কাপুরুষ পাকিস্তানকে জবাব! দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের ভিডিয়ো ভাইরাল

Delhi Capitals-Dharamsala: ধরমশালায় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচটি মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ধরমশালা এবং উত্তরাখণ্ডে জমিয়ে আনন্দ করলেন দিল্লি ক্যাপিটালস ক্রিকেটাররা। এরই একটি ভিডিয়ো প্রকাশ্যে।

IPL 2025: কাপুরুষ পাকিস্তানকে জবাব! দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের ভিডিয়ো ভাইরাল
Image Credit source: ScreenGrab

May 10, 2025 | 12:12 AM

কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যা। পাকিস্তানি জঙ্গিদের কাপুরুষ কার্যকলাপের জবাবে ভারতের অপারেশন সিঁদুর। এই অপারেশনের পরই নানা ভাবতে আক্রমণের চেষ্টা করছে পাকিস্তান। যদিও তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। দেশের নিরাপত্তার কারণে একাধিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। একই কারণে ধরমশালায় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচটি মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ধরমশালা এবং উত্তরাখণ্ডে জমিয়ে আনন্দ করলেন দিল্লি ক্যাপিটালস ক্রিকেটাররা। এরই একটি ভিডিয়ো প্রকাশ্যে।

বিমানবন্দর বন্ধ থাকায় দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ব্রডকাস্টার, ম্যাচ অফিসিয়াল সকলের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। তাতেই ফেরানো তাদের। এর মাঝেই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দিল্লি ক্যাপিটালসের তারকা প্লেয়ার লোকেশ রাহুল সহ অনেকেই পাহাড়ি নদীতে স্নান, মজা করছেন। এ যেন পাকিস্তানকেই জবাব দিতে। সেনার প্রতি ভরসা রয়েছে, তাই ভয় নয়, এই বার্তাই যেন দিতে চাইছেন লোকেশ রাহুলরা।

ভারতীয় দল তথা বিদেশি ক্রিকেটারদের এই সুন্দর মুহূর্ত ভিডিয়ো করেছেন স্থানীয় এক ক্রিকেট ফ্যান। এই ভিডিয়ো রেকর্ড করতেও যে তিনি কতটা উচ্ছ্বসিত, প্রতিটা কথাতেই পরিষ্কার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। ক্রিকেটারদের অবশ্য় ফেরানো হয়েছে দিল্লিতে। আপাতত এক সপ্তাহ ছুটি। নতুন সূচি প্রকাশিত হবে বোর্ডের তরফে। পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।