IND vs ENG: ১৩২ স্ট্রাইকরেটে হাফসেঞ্চুরি! দলে ঢুকেই বিধ্বংসী ধ্রুব, ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হচ্ছে?
Indian Cricket Team: টেস্ট সিরিজ শুরুর আগে ভারতে এসেছে ইংল্যান্ড এ দল। ভারত এ দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ অমীমাংসিতই থাকল। দু-দিনের ম্যাচ। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড লায়ন্স। মাত্র ২৩৩ রানেই শেষ তাদের ইনিংস। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার মানব সুথার তিন উইকেট নেন। ভারত ৪৬২-৮ স্কোরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। সেঞ্চুরি করেন রজত পাতিদার। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া সরফরাজ খানের (৯৬)।
কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ঘরের মাঠে খেলা। ভারতীয় পিচে স্পেশালিস্ট কিপারই প্রয়োজন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্কোয়াডে চারজন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেলের সঙ্গে প্রত্যাবর্তন হয়েছে চায়নাম্যান কুলদীপ যাদবের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে কিপিং করেছিলেন লোকেশ রাহুল। তবে ভারতের স্পিন ট্র্যাকে তাঁকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই খেলানোর ভাবনা টিম ম্যানেজমেন্টের। একাদশে জায়গা নিয়ে বাকি দুই কিপারের লড়াই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের টেস্ট স্কোয়াডে দীর্ঘদিন ধরেই রয়েছেন শ্রীকার ভরত। যদিও ভরতে ভরসা নেই ভারতের। সে কারণেই দক্ষিণ আফ্রিকায় রাহুল কিপিং করেন। ঈশান কিষাণ সরে না দাঁড়ালে হয়তো ঈশানই কিপিং করতেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি ঈশান কিষাণের। শ্রীকার ভরতের সঙ্গে আর এক কিপার ধ্রুব জুরেল। প্রথম বার জাতীয় দলে সুযোগ ধ্রুব জুরেলের। আর টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েই বিধ্বংসী ইনিংস খেললেন। দুই কিপারেরই হাফসেঞ্চুরি।
টেস্ট সিরিজ শুরুর আগে ভারতে এসেছে ইংল্যান্ড এ দল। ভারত এ দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ অমীমাংসিতই থাকল। দু-দিনের ম্যাচ। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড লায়ন্স। মাত্র ২৩৩ রানেই শেষ তাদের ইনিংস। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার মানব সুথার তিন উইকেট নেন। ভারত ৪৬২-৮ স্কোরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। সেঞ্চুরি করেন রজত পাতিদার। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া সরফরাজ খানের (৯৬)।
টেস্ট স্কোয়াডে থাকা শ্রীকার ভরত পাঁচ নম্বরে নেমে ৬৯ বলে ৬৪ রান করেন। ছয়ে নেমে মাত্র ৩৮ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস ধ্রুব জুরেলের। টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েই প্রায় ১৩২ স্ট্রাইকরেটে হাফসেঞ্চুরি! ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীকার ভরতে ছাপিয়ে খেলার সম্ভাবনা বাড়ল ধ্রুব জুড়েলের। ২৫ জানুয়ারি থেকে প্রথম টেস্ট। হায়দরাবাদে প্রথম ম্যাচেই কি টেস্ট অভিষেক হচ্ছে ধ্রুব জুরেলের?