AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2021: উপমহাদেশের পিচে ভারত সবচেয়ে ভয়ঙ্কর টিম, বলছেন ইনজামাম

আমিরশাহিতে সাম্প্রতিককালে অনেক বেশি ক্রিকেট খেলার দরুণ পাকিস্তান টিমের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন ইনজি। পাশাপাশি এও মানছেন, আইপিএল (IPL) খেলার দরুণ ভারতও আমিরশাহির পরিবেশের সঙ্গে সড়গড় হয়ে রয়েছে।

T20 World Cup 2021: উপমহাদেশের পিচে ভারত সবচেয়ে ভয়ঙ্কর টিম, বলছেন ইনজামাম
T20 World Cup 2021: ভারত-পাক দ্বৈরথে বিরাটদের এগিয়ে রাখলেন ইনজামাম
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 3:19 PM
Share

করাচি: সুপার সানডেতে চরম একটা উত্তেজক ম্যাচের অপেক্ষায় রয়েছেন তিনি। কিন্তু বাস্তবের মাটিতে পা রেখেই ম্যাচটাকে দেখছেন ইনজামাম উল হক (Inzamam Ul Haq)। পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেনের মনে হচ্ছে, পরিবেশ, পরিস্থিতি সবই বিরাট কোহলিদের (Virat Kohli) পক্ষে। পাকিস্তান ম্য়াচ এবং টি-টোয়েন্টি (T20) তাই ভারতকেই ফেভারিট ধরছেন ইনজি।

নিজের ইউটিউব (Youtube) চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ইনজামাম বলেছেন, ‘উপমহাদেশের উইকেটে ভারত সব সময় ভয়ঙ্কর টিম। ওয়ার্মআপ ম্যাচেও অস্ট্রেলিয়া ১৫২ রান খুব সহজে তাড়া করে জিতেছে। এর থেকেই বোঝা যায়, ওরা সব রকম ভাবে বিশ্বকাপের জন্য তৈরি। এটা মানতেই হবে যে, যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে বিরাটরা জিততে পারে।’

আমিরশাহিতে সাম্প্রতিককালে অনেক বেশি ক্রিকেট খেলার দরুণ পাকিস্তান টিমের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন ইনজি। পাশাপাশি এও মানছেন, আইপিএল (IPL) খেলার দরুণ ভারতও আমিরশাহির পরিবেশের সঙ্গে সড়গড় হয়ে রয়েছে। ইনজির কথায়, ‘পরিস্থিতি, পরিবেশ অনেক কিছুই ভারতের পক্ষে। বিশ্বকাপে ভারতই ফেভারিট। কিন্তু বিশ্বকাপ এমন একটা জায়গা, ফেভারিট যাদের ধরা হয়, তারাই যে সব সময় কাপ জেতে, তা নয় কিন্তু। অতীতেও এমন অনেক উদাহরণ আছে। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটবে। পাকিস্তান টিমের প্রথম ওয়ার্মআপ ম্যাচটা যদি ধরি, তা হলে কিন্তু বলতে হবে, বাবর আজমের টিমে ভারসাম্য যথেষ্ট রয়েছে। এটা যদি ধরে রাখতে পারে ভারতের বিরুদ্ধে, ভালো কিছুই প্রত্যাশা করা যেতে পারে।’

রবিবারের ভারত-পাক (India vs Pakistan) ম্যাচকে ফাইনালের আগে ‘ফাইনাল’ বলে ধরছেন ইনজি। তাঁর যুক্তি, ‘ভারত-পাকিস্তান ম্যাচ এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের আগে ফাইনাল। এই ম্যাচ যে জিতবে, মনোবল তুঙ্গে চলে যাবে। পরের ম্যাচগুলোতেও একই রকম তেতে নামবে। দুটো টিমই তাই এই ম্যাচের দিকে তাকিয়ে। একটা তথ্য মাথায় থাকছেই, পাকিস্তান কখনও বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জেতেনি। কিন্তু তার মানে এমন নয় যে, এ বার দারুণ কিছু আশা করা যাবে না।’

ভারতীয় টিমের ছন্দ, গভীরতাকে যথেষ্ট সমীহ করছেন প্রাক্তন পাক ব্যাটসম্যান। ‘বিরাট থেকে শুরু করে ওদের ব্যাটসম্যানরা ছন্দে আছে। এটা কিন্তু ভারতীয় টিমের একটা পজিটিভ দিক। যে কোনও পরিস্থিতিতে যে কেউ একটা বড় ইনিংস খেলে দিতে পারে। আমিরশাহির পিচে স্পিনারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় বোলাররাও ছন্দে আছে। অশ্বিন, জাডেজার মতো অভিজ্ঞ স্পিনাররা থাকবে প্রতিপক্ষকে থামানোর জন্য। এই বিশ্বকাপের পর যেহেতু আর ক্যাপ্টেন বিরাটকে দেখা যাবে না, তাই বিরাট অনেক বেশি নিজের ব্যাটিংয়ের উপরই বেশি ফোকাস করবে, যাতে টিমকে চ্যাম্পিয়ন করতে পারে।’

আরও পড়ুন: T20 World Cup 2021: ভারত-পাক মহারণের আগে চাপে নেই কোহলি