ICC Women’s World Cup 2025 Prize Money: ঐতিহাসিক জয়! বিশ্বকাপ জিতে ভারতের মেয়েরা কত কোটি টাকা পেলেন?

ভারতের (India) মহিলা ক্রিকেট দল এই প্রথমবার ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup) ইতিহাস তৈরি করেছে। ফাইনাল ম্যাচের টানটান উত্তেজনার পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ফলে আইসিসির তরফ থেকে ভাল আর্থিক পুরস্কারও পেয়েছে চ্যাম্পিয়ন দল।

ICC Womens World Cup 2025 Prize Money: ঐতিহাসিক জয়! বিশ্বকাপ জিতে ভারতের মেয়েরা কত কোটি টাকা পেলেন?
ঐতিহাসিক জয়! বিশ্বকাপ জিতে ভারতের মেয়েরা কত কোটি টাকা পেলেন?Image Credit source: Getty Images

Nov 03, 2025 | 12:47 PM

মেয়েদের ক্রিকেটে বিপ্লব। রবিবার রাতে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুধু হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের স্বপ্নপূরণ হয়নি, বরং স্বপ্নপূরণ হয়েছে কোটি কোটি ভারতবাসীর। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর ভারতকে ওডিআই বিশ্বকাপ জেতানো অধিনায়ক হয়েছেন হরমনপ্রীত কৌর। ভারতের (India) মহিলা ক্রিকেট দল এই প্রথমবার ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup) ইতিহাস তৈরি করেছে। ফাইনাল ম্যাচের টানটান উত্তেজনার পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ফলে আইসিসির তরফ থেকে ভাল আর্থিক পুরস্কারও পেয়েছে চ্যাম্পিয়ন দল।

আইসিসি-র দেওয়া পুরস্কারের অঙ্ক—

মোট প্রাইজ মানি: এ বারের বিশ্বকাপে আইসিসি মোট ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা পুরস্কার হিসেবে রেখেছে।

চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত কত টাকা পুরস্কার পেল?

ওডিআই বিশ্বকাপ জেতার ফলে ভারতের মহিলা দল প্রায় ৪০ কোটি টাকা (৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা) আর্থিক পুরস্কার পেয়েছে।

রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা কত টাকা পুরস্কার পেল?

এ বারের ওডিআই বিশ্বকাপে রানার্স হওয়া দক্ষিণ আফ্রিকা পেয়েছে প্রায় ২০ কোটি টাকা (১৯ কোটি ৭৮ লক্ষ টাকা)। এ ছাড়া সেমিফাইনালিস্টরা অর্থাৎ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টিম পেয়েছে প্রায় ৯.৩ কোটি টাকা করে।

বিসিসিআই-এর তরফ থেকে ভারতীয় মহিলা টিমের জন্য বিশেষ উপহার

দেশের মেয়েদের বিশ্বজয়ের এই ঐতিহাসিক মুহূর্তের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলা দলকে আলাদা করে ৫১ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে।

উল্লেখ্য, এই প্রথমবার আইসিসি পুরুষ এবং মহিলাদের জন্য সমান পুরস্কারমূল্য নীতি চালু করেছে। এই পুরস্কারের টাকা ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ঐতিহাসিক জয়ের পাশাপাশি এই বিপুল আর্থিক প্রাপ্তি ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিল।