India vs Bangladesh: বিশ্বের ধনী বোর্ডের লজ্জা পাওয়া উচিত… তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হতেই রোষের কবলে বিসিসিআই

Sep 29, 2024 | 5:02 PM

IND vs BAN, 2nd Test: কানপুর টেস্টে বৃষ্টির নজর লেগেই রয়েছে। দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এ বার ভেজা মাঠ থাকার কারণে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা হল না। বিসিসিআই অফিসিয়াল আপডেটে তেমনটাই জানিয়েছে।

India vs Bangladesh: বিশ্বের ধনী বোর্ডের লজ্জা পাওয়া উচিত... তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হতেই রোষের কবলে বিসিসিআই
India vs Bangladesh: বিশ্বের ধনী বোর্ডের লজ্জা পাওয়া উচিত... তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হতেই রোষের কবলে বিসিসিআই
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: কানপুর টেস্টের ভাগ্য কি? যেদিকে পরিস্থিতি এগোচ্ছে, তাতে ম্যাচ নিষ্ফলা হওয়ার সম্ভবনাই বেশি মনে হচ্ছে সকলের। ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন দফায় দফায় তিন বার মাঠ পরিদর্শন করলেন আম্পায়াররা। শেষ অবধি দুপুর ২টোর পরিদর্শনের শেষে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভেজা মাঠ থাকার কারণে কানপুর টেস্টের (Test) তৃতীয় দিনের খেলা হল না। বিসিসিআই অফিসিয়াল আপডেটে তেমনটাই জানিয়েছে। আর তারপরই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের উপর ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেট প্রেমীরা।

ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকাল ১০টা, দুপুর ১২টা এবং দুপুর ২টো নাগাদ পরপর তিনবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। আজ বৃষ্টি হয়নি, কিন্তু মাঠ ভেজা থাকার কারণে, শেষ অবধি ম্যাচ কোনও মতেই শুরু করা যায়নি। রবিবার দুপুর ২.০৪ মিনিটে বোর্ডের এক্স হ্যান্ডেলে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার খবর শেয়ার করতেই ক্রিকেট প্রেমীরা একে একে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘অত্যন্ত খারাপ পরিষেবা।’ অপর একজন লেখেন, ‘বিশ্বের ধনী বোর্ডের লজ্জা পাওয়া উচিত।’ একই সুরে হ্যাঁ মিলিয়েছেন আরও অনেকেই।

এই খবরটিও পড়ুন

কানপুরের জলনিকাশি ব্যবস্থা নিয়েও আঙুল তুলেছেন একাধিক ক্রিকেট প্রেমী। এক্স হ্যান্ডেলে একজন কমেন্টে লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও বিসিসিআই আমাদের দেশের নাম বদনাম করার কোনও সুযোগ ছাড়ছে না। এমন একটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য বিসিসিআইয়ের লজ্জিত হওয়া উচিত। যেখানে আবার জলনিকাশি ব্যবস্থা এত খারাপ।’

Next Article