Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: শুভমন-শ্রেয়সের জায়গা কি অক্ষত? কোচ যা বললেন…

India vs England Test Series: হায়দরাবাদ টেস্টে লজ্জার নজিরও গড়েছে ভারত। প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েও হার। ঘরের মাঠে প্রথম ইনিংসে একশোর ওপর লিড নিয়ে আগে কখনও হারেনি ভারত। ব্যাটিং বিভাগ নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। কেরিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নামা যশস্বী প্রথম ইনিংসে ৭৪ বলে ৮০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। আর শুভমন গিল! শেষ ৯টি টেস্ট ইনিংসে একবারও ৫০ পেরোতে পারেননি ভারতীয় ক্রিকেটের প্রিন্স।

IND vs ENG: শুভমন-শ্রেয়সের জায়গা কি অক্ষত? কোচ যা বললেন...
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 31, 2024 | 5:27 PM

কলকাতা: প্রশ্ন প্রত্যেককে নিয়ে উঠতে পারে। যত বড় তারকা ব্যাটারই হোক না কেন। এখন যেমন প্রশ্ন উঠছে শুভমন গিল ও শ্রেয়স আইয়ারকে নিয়ে। সুযোগ প্রচুর পেয়েছেন। কিছু ভালো ইনিংসও খেলেছেন। কিন্তু ভরসা হয়ে উঠতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নতুন ভূমিকায় দেখা যায় শুভমন গিলকে। ওপেনিং ছেড়ে তিনে ব্যাট করেন। এখনও অবধি নতুন পজিশনে ভরসা দিতে ব্যর্থ। শ্রেয়স আইয়ার কবে রান করবেন, এ যেন গ্রহ-নক্ষত্র দেখে ঠিক হয়। বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড টেস্টের আগে এই দু-জনকে নিয়ে কী বলছেন ব্যাটিং কোচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হায়দরাবাদ টেস্টে লজ্জার নজিরও গড়েছে ভারত। প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েও হার। ঘরের মাঠে প্রথম ইনিংসে একশোর ওপর লিড নিয়ে আগে কখনও হারেনি ভারত। ব্যাটিং বিভাগ নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। কেরিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নামা যশস্বী প্রথম ইনিংসে ৭৪ বলে ৮০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। আর শুভমন গিল! শেষ ৯টি টেস্ট ইনিংসে একবারও ৫০ পেরোতে পারেননি ভারতীয় ক্রিকেটের প্রিন্স। ২১ টেস্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর। শ্রেয়স খেলেছেন ১৩টি টেস্ট।

দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর আশাবাদী শুভমন-শ্রেয়সরা দ্রুতই রানে ফিরবেন। শুক্রবার শুরু বিশাখাপত্তনম টেস্ট। তার আগে সাংবাদিক সম্মেলনে বিক্রম রাঠোর বলেন, ‘তাগিদের সঙ্গে খেলা আর আগ্রাসী ক্রিকেটের মধ্যে পার্থক্য রয়েছে। আমি চাই ওরা তাগিদের সঙ্গে খেলুক। রান করার সুযোগ এলে অবশ্যই সেটা কাজে লাগাবে। শট খেলার আগে পরিবেশ-পিচ-পরিস্থিতিও বুঝে নেওয়া প্রয়োজন। ব্যাটারদের বুদ্ধিও কাজে লাগাতে হবে। কোনটা সুরক্ষিত শট, কীসে বিপদ হতে পারে, বিবেচনা করে নিতে হবে।’

শুভমন ও শ্রেয়সকে নিয়ে ব্যাটিং কোচ যা বললেন, কৌতুহল জাগতেই পারে, এই দু-জনের জায়গা কি সুরক্ষিত নয়? এমন ব্যর্থতা জারি থাকলে, তাঁদের বিকল্পও যে ভাবা হতে পারে, বিক্রম রাঠোরের কথাতে যেন তারই ইঙ্গিত।