AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: ডেঞ্জারাস ড্যারেলকে ফেরাতে ১৯ মিটার দৌড়ে অবিশ্বাস্য ক্যাচ অশ্বিনের

India vs New Zealand 3rd Test: জাডেজাই অগ্রাধিকার পেয়ে এসেছেন। অশ্বিনের ফিল্ডিং যে খারাপ তাও বলা যায় না। তবে ফিল্ডিংয়ে কিছুটা হলেও স্লো, এ কথা বলা যায়। সে কারণেই ফিল্ডিংয়ের ক্ষেত্রে তাঁকে দুর্বল মনে হয়। ব্যাটে-বলে পারফরম্যান্সে যদিও সেই 'খামতি' ঢেকে দেন। কিন্তু ওয়াংখেড়ের ক্যাচ নিয়ে কী বলা হবে?

IND vs NZ: ডেঞ্জারাস ড্যারেলকে ফেরাতে ১৯ মিটার দৌড়ে অবিশ্বাস্য ক্যাচ অশ্বিনের
Image Credit: PTI
| Updated on: Nov 02, 2024 | 5:48 PM
Share

টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ব্যাটিংও দলের সম্পদ। অনেক ক্ষেত্রেই অবশ্য প্রশ্নের মুখে পড়েছে তাঁর ফিল্ডিং। বিদেশের মাটিতে এক স্পিনারে দল সাজানো হলে প্রথম পছন্দ হন রবীন্দ্র জাডেজা। অধিনায়ক, কোচ বদলেও পরিস্থিতিটা একই থাকত। বিশেষ করে SENA কাউন্ট্রিতে জাডেজাই অগ্রাধিকার পেয়ে এসেছেন। অশ্বিনের ফিল্ডিং যে খারাপ তাও বলা যায় না। তবে ফিল্ডিংয়ে কিছুটা হলেও স্লো, এ কথা বলা যায়। সে কারণেই ফিল্ডিংয়ের ক্ষেত্রে তাঁকে দুর্বল মনে হয়। ব্যাটে-বলে পারফরম্যান্সে যদিও সেই ‘খামতি’ ঢেকে দেন। কিন্তু ওয়াংখেড়ের ক্যাচ নিয়ে কী বলা হবে?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছে ভারত। ক্লিনসুইপ আটকানোর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ মুম্বই টেস্ট। ভারতীয় দল মরিয়া এই ম্যাচ জিততে। প্রথম ইনিংসে লিডও নিয়েছে। তবে ওয়াংখেড়ের পিচের যা চরিত্র তাতে কতটা রান তাড়া করা সুরক্ষিত, এ বোঝা কঠিন। সে কারণেই দ্রুত প্রতিপক্ষকে অলআউট করাই লক্ষ্য ছিল। আর অশ্বিনের ক্যাচ যেন সেই তাগিদের অন্যতম উদাহরণ।

প্রথম ইনিংসে ৮২ রান করেছিলেন ড্যারেল মিচেল। দ্বিতীয় ইনিংসেও ক্রমশ বিধ্বংসী হয়ে উঠছিলেন। সে সময়ই জোরাল ধাক্কা। রবীন্দ্র জাডেজার বোলিংয়ে বড় শট খেলেছিলেন ড্যারেল। বল অনেকটাই উঁচুতে ওঠে। মিড অনে ফিল্ডিং করছিলেন অশ্বিন। বলে চোখ রেখে ১৯ মিটার দৌড়ে অনবদ্য ক্যাচ নেন রবিচন্দ্রন অশ্বিন। যা দেখে সতীর্থদের পাশাপাশি অবাক ধারাভাষ্যকাররাও। অশ্বিনের থেকে এমন ক্যাচ দেখার সুযোগ খুব কমই মেলে। সে কারণেই আলোচনাও বেশি। এই ভিডিয়োতেই তা পরিষ্কার।