Yashasvi Jaiswal: যশস্বীর রান আউট বিতর্কে মাঠের খবর দিলেন প্রতিপক্ষ ব্যাটার!

Dec 28, 2024 | 7:47 AM

India vs Australia Boxing Day Test: বিরাট কোহলিকেই মূলত দায়ী করা হয়েছে। সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি থেকে ১৮ রান দূরেই থামতে হয় যশস্বী জয়সওয়ালকে। আর তাঁর রান আউটের পরই বিপর্যয়। বিরাটের মনোসংযোগেও ব্য়াঘাত ঘটে। মাত্র ৪ ওভারের মধ্যেই তিন উইকেট হারায় ভারত। রান আউট বিতর্কে মুখ খুললেন প্রতিপক্ষ প্লেয়ার স্টিভ স্মিথও।

Yashasvi Jaiswal: যশস্বীর রান আউট বিতর্কে মাঠের খবর দিলেন প্রতিপক্ষ ব্যাটার!
Image Credit source: PTI

Follow Us

দ্বিতীয় দিনের শেষে যশস্বী জয়সওয়ালের রান আউটই যে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল এ বিষয়ে সন্দেহ নেই। সেই রান আউট ভুল কার? এই নিয়ে আলোচনা চলছেই। সহজ ভাবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, পার্টনারের উপর ভরসা করা প্রয়োজন ছিল বিরাট কোহলির। তিনি বল ফলো না করে যশস্বীর ডাকে সাড়া দিয়ে দৌড়লে হয়তো সমস্যা হত না। বিরাট কোহলিকেই মূলত দায়ী করা হয়েছে। সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি থেকে ১৮ রান দূরেই থামতে হয় যশস্বী জয়সওয়ালকে। আর তাঁর রান আউটের পরই বিপর্যয়। বিরাটের মনোসংযোগেও ব্যাঘাত ঘটে। মাত্র ৪ ওভারের মধ্যেই তিন উইকেট হারায় ভারত। রান আউট বিতর্কে মুখ খুললেন প্রতিপক্ষ প্লেয়ার স্টিভ স্মিথও।

বেশির ভাগই যখন বিরাট কোহলিকে এই রান আউটের জন্য দায়ী করছেন, স্মিথ বলছেন মাঠের ঘটনা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার বলেন, ‘জয়সওয়াল রানের জন্য কল করেছিল, বিরাট কিন্তু না করেছিল। একদম সহজ কথা। নিঃসন্দেহে ওদের পার্টনারশিপটা দুর্দান্ত হয়েছিল। সেটা ভাঙতেই আমরা ম্যাচে ফিরেছিলাম। ম্যাচের নিরিখে এটি বড় ব্রেক থ্রু।’

এই খবরটিও পড়ুন

বিরাট ও যশস্বীর মধ্যে সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছিল। ওভারের শেষ বল হওয়ায় বিরাট কোহলির যে রান নেওয়ার ইচ্ছে ছিল না, তাঁর ভাবভঙ্গিতে পরিষ্কার ফুটে উঠেছিল। অস্ট্রেলিয়ার মাটিতে আরও সেঞ্চুরির দিকে এগচ্ছিলেন যশস্বীও। মাত্র ১৮ রান প্রয়োজন ছিল। দিনের খেলার তখনও অনেকটা সময় বাকি। ফলে দ্রুত তিন অঙ্কের রানে পৌঁছতে চেয়েছিলেন যশস্বী। তাড়াহুড়োতেই কি সমস্যা তৈরি হয়? যশস্বী কিন্তু মিড অনে বল ঠেলেই দৌড়েছিলেন। বিরাটের কলের পর ফেরার চেষ্টা করেননি।

Next Article
IND vs AUS: ফলো অনের আতঙ্ক? লিড কমানোর আশঙ্কা নিয়েই লাঞ্চ ব্রেকে ভারত
IND vs AUS: স্টুপিড, স্টুপিড, স্টুপিড… সকাল সকাল মেজাজ হারালেন সানি