IND vs ENG Watch: টেস্টে সফলতম পেসার ভারতে বাঁ হাতি স্পিন শিখছেন! রইল ভিডিয়ো
India vs England 1st Test: টেস্ট শুরুর আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিন স্পিনার এবং এক পেসার হিসেবে মার্ক উড। তিন স্পিনারের মধ্যে অভিষেককারী টম হার্টলি এবং কেরিয়ারের দ্বিতীয় টেস্টে খেলছেন রেহান আহমেদ। অভিজ্ঞতা বলতে জ্যাক লিচ। এই কম্বিনেশনে জ্যাক লিচ এবং টম হার্টলি বাঁ হাতি স্পিনার। রেহান আহমেদ ডান হাতি রিস্ট স্পিনার। প্র্যাক্টিসে দেখা যায় জ্যাক লিচের থেকে বাঁ হাতি স্পিন বোলিং শিখছেন জেমস অ্যান্ডারসন।

কলকাতা: টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষ তিনে রয়েছেন। তিনি জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের পেসার। ৪১ বছরেও বোলিংয়ে যাঁর ধার কমেনি। ভারত সফরের আগে বোলিংয়ে বৈচিত্রও বাড়িয়েছেন। গত ঠিক রাখতে বোলিং রান আপ পরিবর্তন করেছেন। ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্ডারসনকে যে সব ম্যাচে খেলানো হবে না এমনটাই নিশ্চিত। তার কারণ, ভারতের স্পিন সহায়ক পিচ। কোনও ভেনুতে সুইংয়ের পরিবেশ থাকলে, নিঃসন্দেহে জিমিকে সুযোগ দেওয়া হবে। হায়দরাবাদ টেস্টে তাঁর অন্য একটি ভিডিয়ো আলোচনায়। বাঁ হাতি স্পিন বোলিং শিখছেন অ্যান্ডারসন! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টেস্ট শুরুর আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস। তিন স্পিনার এবং এক পেসার হিসেবে মার্ক উড। তিন স্পিনারের মধ্যে অভিষেককারী টম হার্টলি এবং কেরিয়ারের দ্বিতীয় টেস্টে খেলছেন রেহান আহমেদ। অভিজ্ঞতা বলতে জ্যাক লিচ। এই কম্বিনেশনে জ্যাক লিচ এবং টম হার্টলি বাঁ হাতি স্পিনার। রেহান আহমেদ ডান হাতি রিস্ট স্পিনার। প্র্যাক্টিসে দেখা যায় জ্যাক লিচের থেকে বাঁ হাতি স্পিন বোলিং শিখছেন জেমস অ্যান্ডারসন।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট মুথাইয়া মুরলিধরনের। তাঁর উইকেট সংখ্যা ৮০০। এরপরই রয়েছেন কিংবদন্তি লেগ স্পিনার প্রয়াত শেন ওয়ার্ন। তাঁর রয়েছে ৭০৮ উইকেট। তিনে জেমস অ্যান্ডারসন। ৬৯০ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি পেসারের। ভারত সফরে ৭০০ উইকেটের মাইলফলকেও পৌঁছতে পারেন অ্যান্ডারসন। আর সেই কিংবদন্তি পেসার বাঁ হাতি লেগ স্পিন শিখছেন, তা নিয়ে মজা তো হবেই। তবে তাঁর ডেডিকেশন প্রশংসনীয়। বাঁ হাতি স্পিনটাও করলেন লাইন লেন্থ নিখুঁত রেখে।
New career for @jimmy9 ? Make sure you bat right handed as well! #INDvENG pic.twitter.com/BJvwDe5AxE
— simon hughes (@theanalyst) January 26, 2024
ভিডিয়ো দেখে অনেকেই মন্তব্য করেছেন, ইংল্যান্ডের যে বাকি দুই স্পিনার খেলছে তাঁদের চেয়ে অনেক ভালো বোলিং করছেন অ্যান্ডারসন। তবে জায়ান্ট স্ক্রিনে এই দৃশ্য দেখাতেই সাইড লাইনে বসে হাসতে শুরু করেন জেমস অ্যান্ডারসনও।





