IPL Auction 2024: IPL নিলামে হতাশ বাংলার ঈশান-কাইফরা, নামই উঠল না অনেকের!
IPL Auction Bengal Cricketers: পেসার মহম্মদ কাইফ ঘরোয়া ক্রিকেটে অনবদ্য় পারফর্ম করছেন। বিজয় হাজারে ট্রফিতেও নজর কেড়েছেন মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ। আইপিএলের গত সংস্করণে টুর্নামেন্টের মাঝপথে কেকেআরের ট্রায়ালে ডাক পেয়েছিলেন বাংলা অধিনায়ক সুদীপ ঘরামি। গত বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন রবি কুমার। আর কৌশিক মাইতির কেরিয়ার সবে শুরু হলেও বয়স ভিত্তিক স্তর থেকে সিনিয়র বাংলা দল, এখনও অবধি নজর কেড়েছেন।

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হতাশা জারি রইল। কিছুদিন আগেই অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। বাংলা থেকে কোনও ক্রিকেটারই নেই সেই স্কোয়াডে। আইপিএলে বাংলার হাতে গোনা কয়েকজন খেলছেন। তাঁরা প্রতিষ্ঠিত ক্রিকেটার। মুকেশ কুমার, অভিষেক পোড়েলরা গত মরসুমেই সুযোগ পেয়েছেন। এ বারের নিলামে বাংলার বেশ কয়েকজন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। যাঁদের বেশির ভাগের নামই ডাকা হল না নিলামে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইপিএলের মিনি অকশনের জন্য ১১০০-র ওপর ক্রিকেটার নাম রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্য়ে সংক্ষিপ্ত তালিকায় ছিল ৩৩৩ জন ক্রিকেটারের নাম। দেশ-বিদেশের ক্রিকেটার মিলিয়ে এই সংখ্যা। নিলামের আগে শেষ মুহূর্তে নাম তুলে নেন ইংল্যান্ডের তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ এবং বাংলাদেশের দুই পেসার। সংখ্যাটা ৩৩০ হয়ে দাঁড়ায়। প্রতিটি নিলামেই দেখা যায়, একটা সময়ের পর টিমগুলিকেই বলা হয় পছন্দের ক্রিকেটারের নাম দিতে। শেষ দিকে অ্যাক্সেলেরেটেড অকশনে সেই সমস্ত ক্রিকেটারদের নাম ডাকা হয়। সেখানেও সকলেই টিম পান, তা নয়।
বাংলা ক্রিকেট সংস্থা থেকে অনেকেই রেজিস্ট্রেশন করেছিলেন। সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, শশাঙ্ক সিং, ঋত্বিক চট্টোপাধ্যায়, মহম্মদ কাইফ (পেসার), কৌশিক মাইতি, শাকির হাবিব গান্ধী, মহম্মদ কাইফ (ব্যাটার), রবি কুমারের নাম। এর মধ্যে ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণরা অতি পরিচিত নাম। ঈশান পোড়েল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন। অভিমন্যু ঈশ্বরণ ভারত এ দলে কার্যত নিয়মিত খেলেন। টেস্ট স্কোয়াডেও সুযোগ পেয়েছিলেন।
পেসার মহম্মদ কাইফ ঘরোয়া ক্রিকেটে অনবদ্য় পারফর্ম করছেন। বিজয় হাজারে ট্রফিতেও নজর কেড়েছেন মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ। আইপিএলের গত সংস্করণে টুর্নামেন্টের মাঝপথে কেকেআরের ট্রায়ালে ডাক পেয়েছিলেন বাংলা অধিনায়ক সুদীপ ঘরামি। গত বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন রবি কুমার। আর কৌশিক মাইতির কেরিয়ার সবে শুরু হলেও বয়স ভিত্তিক স্তর থেকে সিনিয়র বাংলা দল, এখনও অবধি নজর কেড়েছেন।
এই দীর্ঘ তালিকার মধ্যে নিলামে ডাকা হল ঈশান পোড়েল এবং মহম্মদ কাইফের নাম। পরে অ্যাক্সেলেরেটেড অকশনে ডাকা হয় শশাঙ্ক সিংয়ের নাম। কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁদের নিতে আগ্রহ দেখায়নি। আজ থেকে শুরু হচ্ছে ট্রেডিং। দু-হাতেই বোলিং করতে পারা কৌশিক মাইতি ট্রায়াল দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে। নিলামে তাঁর নাম ডাকা হয়নি। ট্রেডিংয়ে হতাশা কাটবে কিনা, বলা কঠিন।
