IPL 2024, LSG: কুলদীপের কামাল, পকেট রকেটে মান বাঁচল! দিল্লির টার্গেট ১৬৮ রান
IPL 2024, Lucknow Super Giants vs Delhi Capitals: ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে আনা হয় কুলদীপকে। তৃতীয় ও চতুর্থ বলে ফেরান মার্কাস স্টইনিস ও নিকোলাস পুরানকে। এর মধ্যে দ্বিতীয় উইকেটটি ছিল দেখার মতো। নিকোলাস পুরান বিধ্বংসী ফর্মে রয়েছেন। তাঁকে গোল্ডেন ডাক! কুলদীপের গুগলি ধরতে পারেননি পুরান। অ্যাওয়ে টার্নের জন্য খেলেছিলেন। গুগলিতে ক্লিন বোল্ড। স্পিনারের বলে উইকেট উপড়ে যাওয়া সাধারণত ঘটে না।

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও অনবদ্য পারফর্ম করছে লখনউ সুপার জায়ান্টস। এ বার ঘরের মাঠেই কঠিন পরীক্ষার সামনে। কুলদীপের যাদবের কামাল প্রত্যাবর্তন চাপে ফেলল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউকে। ঘরের মাঠে ম্যাচ। এই মাঠে প্রথমে ব্যাট করা দলই অ্যাডভান্টেজ। এখনও অবধি লখনউ সেটাই করে দেখিয়েছে। জয়ের ধারা বজায় রাখতে হলে বোলিংয়ে কামাল করতে হবে লখনউকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস জিতে বিনা দ্বিধায় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। শুরুতেই ছন্দে থাকা কুইন্টন ডিককের উইকেট হারায় লখনউ। পঞ্চম ওভারে দেবদত্ত পাড়িক্কালের উইকেট নেন খলিল আহমেদই। লখনউ ইনিংসের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় অষ্টম ওভার। চোটের জন্য গত কয়েক ম্যাচে পাওয়া যায়নি বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে। এই ম্যাচে মুকেশ কুমার এবং কুলদীপের প্রত্যাবর্তন।
ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে আনা হয় কুলদীপকে। তৃতীয় ও চতুর্থ বলে ফেরান মার্কাস স্টইনিস ও নিকোলাস পুরানকে। এর মধ্যে দ্বিতীয় উইকেটটি ছিল দেখার মতো। নিকোলাস পুরান বিধ্বংসী ফর্মে রয়েছেন। তাঁকে গোল্ডেন ডাক! কুলদীপের গুগলি ধরতে পারেননি পুরান। অ্যাওয়ে টার্নের জন্য খেলেছিলেন। গুগলিতে ক্লিন বোল্ড। স্পিনারের বলে উইকেট উপড়ে যাওয়া সাধারণত ঘটে না।
𝗪𝗔𝗧𝗖𝗛 𝗢𝗡 𝗟𝗢𝗢𝗣! 🔄 😍
Kuldeep Yadav straight away unveiling his magic!👌👌
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #LSGvDC | @imkuldeep18 pic.twitter.com/pzfIQYpqnA
— IndianPremierLeague (@IPL) April 12, 2024
মাত্র ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল লখনউ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালসকে চাপে ফেললেন দিল্লিরই এক ক্রিকেটার। উচ্চতা কম, পাওয়ার হিটার। তাঁকে পকেট রকেট বলেই ডাকা হয়। সেই আয়ুষ বাদোনির ৩৫ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস এবং আর্শাদ খানের ১৬ বলে ২০ রানের সৌজন্যে ১৬৭ রানের মতো বড় স্কোরে পৌঁছয় লখনউ সুপার জায়ান্টস। দিল্লির হয়ে অনবদ্য বোলিং কুলদীপের। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট।





