Hasin Jahan: সামির প্রাক্তন স্ত্রী হাসিনের নাচ দেখে হুঁশ উড়ছে নেটিজ়েনদের, রইল আগুন ঝরানো ভিডিয়ো

Video: প্রায়শই নানা কারণে আলোচনার কেন্দ্রে থাকেন মহম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাগান। এ বার তাঁর এক ভিডিয়ো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

Hasin Jahan: সামির প্রাক্তন স্ত্রী হাসিনের নাচ দেখে হুঁশ উড়ছে নেটিজ়েনদের, রইল আগুন ঝরানো ভিডিয়ো
Hasin Jahan: সামির প্রাক্তন স্ত্রী হাসিনের নাচ দেখে হুঁশ উড়ছে নেটিজ়েনদের, রইল আগুন ঝরানো ভিডিয়ো
Follow Us:
| Updated on: Dec 12, 2024 | 7:37 PM

কলকাতা: বর্তমানে লাইমলাইটে ভারতের তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। তিনি বর্ডার-গাভাসকর ট্রফির বাকি ৩ ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় যাবেন কিনা, তা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে। শোনা গিয়েছে, এখনই সামির ডনের দেশে যাওয়া হচ্ছে না। এরই মাঝে তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানও (Hasin Jahan) আলোচনায়। প্রায়শই নানা কারণে আলোচনার কেন্দ্রে থাকেন হাসিন। এ বার তাঁর এক ভিডিয়ো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

ইন্সটাগ্রামে কয়েকদিন আগে এক ভিডিয়ো শেয়ার করেছিলেন হাসিন জাহান। যেখানে তিনি বলিউডের জনপ্রিয় গান ‘কজরা রে’-তে নাচ করছেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে একটি সাদা ড্রেস পরে রয়েছেন হাসিন জাহান। আর নাচ করছেন বেডরুমে। প্রথমেই হাসিনকে দেখা যায় একটি চেয়ারে বসছেন। একটু পর সোফায় যান। এরপর তিনি বিছানায় শুয়ে পড়েন।

এই খবরটিও পড়ুন

হাসিন জাহানের ইন্সটাগ্রামে 301K ফলোয়ার্স। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়শই তিনি নানা বিষয় নিয়ে নিজের মতামত জানান। পাশাপাশি মাঝে মাঝে তিনি ভারতীয় তারকা পেসার মহম্মদ সামিকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন। বেশ কয়েকদিন আগে সামি ও তাঁর মেয়ে আইয়ার দেখা হয়েছিল। সেই সময় সামি আবেগপ্রবণ হয়ে মেয়ের সঙ্গে সময় কাটানোর ভিডিয়ো শেয়ার করেছিলেন।

সেই ভিডিয়োটি দেখে পরবর্তীতে হাসিন অভিযোগ তুলেছিলেন, মেয়ের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে সে সামির কাছে গিয়েছিল। সেই সময় সামি তাঁদের মেয়ে আইরাকে নিয়ে এক শপিং মলে গিয়েছিলেন। সেখানে বেশ কয়েকটি আউটলেটে ঘুরতে দেখা যায় সামি ও আইরাকে। পরে হাসিন জানিয়েছিলেন, সামি যে পন্যের বিজ্ঞাপন করেন সেগুলির আউটলেটে নিয়ে গিয়েছিলেন মেয়েকে। আইরা যে খেলনা চেয়েছিল, তা নাকি কিনে দেননি সামি। যদিও এ বিষয়ে পরবর্তীতে সামি মুখ খোলেননি।