AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: শামির ৪ উইকেট, বিশ্বকাপের আগে নির্বাচকদের বার্তা বাংলার বোলারের!

Shami's 4 wickets Haul: বিশ্বকাপের আগে হাতে রয়েছে মোটামুটি ২টো মাস। আর তার আগেই শামির এই চোখ ঝলসানো পারফর্ম্যান্স বলে দিচ্ছে তাঁর মধ্যে এখনও খেলার খিদে কতটা রয়েছে। তবে শুধু হরিয়ানার বিরুদ্ধে শামি এমন দারুণ খেলেছেন, বললে একেবারেই ভুল করা হবে। কারণ, এর আগে সার্ভিসেসের বিরুদ্ধে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন শামি। ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন পুদুচেরীর বিরুদ্ধে।

Mohammed Shami: শামির ৪ উইকেট, বিশ্বকাপের আগে নির্বাচকদের বার্তা বাংলার বোলারের!
চোখ ধাঁধানো পার্ফরম্যান্স, বিশ্বকাপে ডাক পাবেন?Image Credit: PTI
| Updated on: Dec 09, 2025 | 3:19 PM
Share

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দে মহম্মদ শামি। হরিয়ানার বিরুদ্ধে ৪ ওভারে ৩০ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট। এই ম্যাচে বাংলা হারলেও সামির পার্ফরম্যান্স কিন্তু বলে দিচ্ছে আগামী বিশ্বকাপের আগে ঠিক কতটা তৈরি ৩৫ বছর বয়সী এই পেসার।

বিশ্বকাপের আগে হাতে রয়েছে মোটামুটি ২টো মাস। আর তার আগেই শামির এই চোখ ঝলসানো পারফর্ম্যান্স বলে দিচ্ছে তাঁর মধ্যে এখনও খেলার খিদে কতটা রয়েছে। তবে শুধু হরিয়ানার বিরুদ্ধে শামি এমন দারুণ খেলেছেন, বললে একেবারেই ভুল করা হবে। কারণ, এর আগে সার্ভিসেসের বিরুদ্ধে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন শামি। ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন পুদুচেরীর বিরুদ্ধে।

শেষবার ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলেন শ্যামই। আর তারপর থেকেই জাতীয় দলে উপেক্ষিত তিনি। যদিও বারবার পার্ফরম্যান্স করেই তিনি জানান দিচ্ছেন নির্বাচকদের। কীভাবে? শেষ ৭ ইনিংসে ১৬ উইকেট নিয়েছেন শামি। ইকোনমি রেট ৮.৯০। ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে রয়েছেন জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর মতো বোলাররা। এদের মধ্যে অনেকের থেকেই অনেক বেশি অভিজ্ঞ মহম্মদ শামি। এ ছাড়াও সময়ের সঙ্গে সঙ্গে দারুণ পার্ফরম্যান্স দেখাচ্ছেন তিনি। ফলে অভিজ্ঞতা ও ফর্মে অনেকটা এগিয়ে রয়েছেন এই জোরে বোলার।

২০২৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন শামি। যে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে হেরে গিয়েছিল রোহিত শর্মার ভারত। দেশের নির্বাচক প্রধান অজিত আগরকর বলেছিলেন, ফিটনেসের কারণে চলতি জুলাই-অগস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি শামি। যদিও সেপ্টেম্বরে দলীপ ট্রফি ও তারপর রঞ্জি ট্রফি, দুইই খেলেছেন এই ভারতীয় পেস বোলার। রঞ্জিতে নিয়েছেন ২০ উইকেটও। ফলে, এই মুহূর্তে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গাই নেই। ফলে, আশা করা যায় নির্বাচকরা তাঁর এই ক্রমাগত ভাল পার্ফরম্যান্সের দিকে নজর রাখবেন ও আগামীতে বিশ্বকাপের দলে ডাক পাবেন তিনি।