Agni Chopra: ‘যদি জুতো সেলাইয়ের কাজও করো’ ডিরেক্টর বাবা ক্রিকেটার পুত্রকে যা বলেছিলেন…

Ranji Trophy 2024, Vidhu Vinod Chopra's son: রঞ্জি ট্রফিতে এ বার নানা রেকর্ড হচ্ছে। প্লেট গ্রুপের ম্যাচেই ইতিহাস গড়েছেন হায়দরাবাদের ওপেনার তন্ময় আগরওয়াল। প্রথম শ্রেনির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন তন্ময়। তেমনই অগ্নি চোপড়া একের পর এক আগুনে ইনিংস খেলছেন। প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক মরসুমে চার ম্যাচেই ৭৬৭ রান! অবিশ্বাস্য ফর্মে। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা প্রশ্নেরই উত্তর দিলেন।

Agni Chopra: 'যদি জুতো সেলাইয়ের কাজও করো' ডিরেক্টর বাবা ক্রিকেটার পুত্রকে যা বলেছিলেন...
Image Credit source: INSTAGRAM
Follow Us:
| Updated on: Feb 01, 2024 | 6:30 AM

কলকাতা: প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক হয়েছে এ মরসুমেই। ২৫ বছরের অগ্নি চোপড়া বাইশগজে ‘অগ্নিশর্মা’ মেজাজেই। তবে সেটা ব্যাট হাতে। অভিষেক মরসুমে একের পর এক নজরকাড়া পারফরম্যান্স। রঞ্জি ট্রফি প্লেট গ্রুপের টিম মিজোরামের হয়ে খেলছেন। এ মরসুমে চার ম্যাচে অগ্নি করেছেন ৭৬৭ রান! পাঁচটি সেঞ্চুরি। এর মধ্যে দু-বার ১৫০ পেরিয়েছেন। অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে, বাপ কা বেটা। সেলিব্রিটিদের সন্তানরা বাবা-মায়ের পথও বেছে নেন। অগ্নি চোপড়ার ক্ষেত্রে কিন্তু তা নয়। বাবা সিনেমা জগতের স্তম্ভ। ছেলে বেছে নিয়েছেন ক্রিকেট। কেন এই পথে? খোলসা করলেন বলিউডের নামী পরিচালক বিধু বিনোদ চোপড়ার পুত্র অগ্নি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রঞ্জি ট্রফিতে এ বার নানা রেকর্ড হচ্ছে। প্লেট গ্রুপের ম্যাচেই ইতিহাস গড়েছেন হায়দরাবাদের ওপেনার তন্ময় আগরওয়াল। প্রথম শ্রেনির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন তন্ময়। তেমনই অগ্নি চোপড়া একের পর এক আগুনে ইনিংস খেলছেন। প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক মরসুমে চার ম্যাচেই ৭৬৭ রান! অবিশ্বাস্য ফর্মে। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা প্রশ্নেরই উত্তর দিলেন।

ক্রিকেট কেন বেছে নিলেন? বিধ্বংসী ব্যাটার অগ্নি চোপড়া বলেন, ‘ছোট থেকে এই প্রশ্নটা কতবার শুনতে হয়েছে তার কোনও হিসেব নেই। অনেকেই জিজ্ঞেস করত, আমি সিনেমার সঙ্গে যুক্ত হব কিনা। তবে আমি কোনও দিনই সিনেমায় যাওয়ার কথা ভাবিনি। আমি কখনও ভাবিনি, বাবা সিনেমা বানায় মানে এই পথটাই আমার জন্য মসৃণ হবে। সত্যি বলতে সিনেমা নিয়ে আমার কোনও আগ্রই ছিল না। আমি সিনেমা দেখতে ভালোবাসি, এটা আমার প্যাশন নয়।’

বাবার পরিচালনায় তৈরি হয়েছে পরিন্দা, ১৯৪২-লাভস্টোরি, থ্রি ইডিয়টসের মতো কালজয়ী সিনেমা। আপাতত চর্চায় বিধু বিনোদ চোপড়ার 12th fail সিনেমাটি। বাবার থেকে কী পরামর্শ পেয়েছিলেন? অগ্নি যোগ করলেন, ‘যখন ছোট ছিলাম, আমায় ও বোনকে বাবা বলেছিল-আমাদের যদি রাস্তার পাশে বসে জুতো সেলাইয়ের কাজও করি, তাতেও সমস্যা নেই। তবে সেই কাজে সেরা হতে হবে। আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোনও কিছু চাপিয়ে দেওয়া হয়নি।’