Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ১৫ কোটি টাকার প্রতারণার শিকার, আদালতে মামলা ধোনির

MS Dhoni files Criminal Case: ছেলেবেলার বন্ধু এবং দীর্ঘদিনের বিজনেস পার্টনার মিহির দিবাকরের বিরুদ্ধে ১৫ কোটি টাকার প্রতারণার মামলা করলেন মাহি। শুধু মিহির দিবাকরই নন, তাঁর সঙ্গে সৌম্য বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ করেছেন ধোনি। তাঁরা দু'জন অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে এক সংস্থার কর্ণধার। রাঁচি আদালতে তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন ধোনি।

MS Dhoni: ১৫ কোটি টাকার প্রতারণার শিকার, আদালতে মামলা ধোনির
১৫ কোটি টাকার প্রতারণার শিকার, আদালতে মামলা ধোনির
Follow Us:
| Updated on: Jan 05, 2024 | 3:58 PM

রাঁচি: এ বার প্রতারণার শিকার প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ছেলেবেলার বন্ধু এবং দীর্ঘদিনের বিজনেস পার্টনার মিহির দিবাকরের বিরুদ্ধে ১৫ কোটি টাকার প্রতারণার মামলা করলেন মাহি। শুধু মিহির দিবাকরই নন, তাঁর সঙ্গে সৌম্য বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ করেছেন ধোনি। তাঁরা দু’জন অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে এক সংস্থার কর্ণধার। রাঁচি আদালতে তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন ধোনি। ঠিক কী ভাবে ধোনিকে ঠকালেন মিহির দিবাকর এবং সৌম্য বিশ্বাস?

মহেন্দ্র সিং ধোনির নাম করে বিশ্বজুড়ে একটি ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট। ২০১৭ সালে ধোনির সঙ্গে ওই সংস্থাটির চুক্তি সাক্ষরিত হয়েছিল। অবশ্য মিহির দিবাকর চুক্তিতে উল্লেখ করা শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হন। আসলে চুক্তি অনুযায়ী, অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তি অনুযায়ী ধোনিকে সেই টাকা অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়নি। তাই ওই সংস্থার বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং ১৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন মাহি।

চুক্তিতে উল্লেখিত শর্তাবলী অনেক বার মানতে বলা হয় অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টকে। কিন্তু তাতে লাভ হয়নি। এরপর অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের অথরিটি লেটার ২০২১ সালের ১৫ অগস্ট প্রত্যাহার করে নেন ধোনি। পাশাপাশি বেশ কয়েক বার আইনি নোটিস পাঠানো হয় ওই সংস্থাকে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ধোনির হয়ে প্রতিনিধিত্ব করা দয়ানন্দ সিং জানিয়েছেন, অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। এর ফলে তাঁদের ১৫ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

সদ্য দুবাই থেকে বর্ষবরণ করে দেশে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে নতুন বছরকে দুবাইতে স্বাগত জানান মাহি। তাঁর সঙ্গে বর্ষবরণের পার্টিতে দেখা গিয়েছিল ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থকেও। তাঁরা দুবাই থেকে একসঙ্গে ভারতে ফিরেছেন। ছুটির পালা শেষ। এ বার আইপিএলের জন্য ফের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।