India vs South Africa: দক্ষিণ আফ্রিকায় একদিনের কোয়ারান্টিন বিরাটদের

দুই দেশের ক্রিকেট সম্পর্কে ৩০ বছরে পা দিতে চলেছে। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার পর ভারতের বিরুদ্ধেই প্রথম অ্যাওয়ে সিরিজ খেলতে এসেছিল তারা।

India vs South Africa: দক্ষিণ আফ্রিকায় একদিনের কোয়ারান্টিন বিরাটদের
প্রোটিয়া সিরিজে কোয়ারান্টিন স্বস্তি টিম ইন্ডিয়ার। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 3:24 PM

কেপ টাউন: অস্ট্রেলিয়া সফরের সময় অভিযোগের শেষ ছিল না। কোয়ারান্টিনের (quarantine) কড়াকড়ি নিয়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকা (South Africa) সফর অনেক স্বস্তিদায়ক হতে চলেছে বিরাট কোহলিদের (Virat kohli) কাছে। মাত্র এক দিনের কোয়ারান্টিনের পরই মাঠে নেমে পড়তে পারবেন ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricket Team)। এমনই জানিয়ে দেওয়া হল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে।

১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা পৌঁছবে ভারতীয় টিম। এক দিন আইসোলেশনে থাকতে হবে বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেদের। তিন বার কোভিড টেস্ট (covide test) হবে। যা নেগেটিভ এলেই কোয়ারান্টিন থেকে মুক্তি। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে তীব্র আশঙ্কা তৈরি হলেও তা অনেকটাই থিতিয়ে গিয়েছে। তবে ভারতের জন্য কড়া ব্যবস্থা রাখছে সিএসএ বোর্ড। কেপ টাউনের শহরতলিতে একটা পুরো হোটেল বুক করে রাখা হয়েছে ভারতীয় টিমের জন্য। সেখানে ঢোকার অনুমতি নেই কারও।

দক্ষিণ আফ্রিকায় কোয়ারান্টিন এড়াতে মুম্বইয়েই তিন দিনের আইসোলেশন রাখা হয়েছে। যা শুরু হয়েছে ১৩ ডিসেম্বর থেকে। তারপর চার্টার্ড ফ্লাইটে জোহানেসবার্গ উড়ে যাবে টিম। সিএসএ-র তরফে এক কর্তা বলছেন, ‘এক দিনের বেশি কোয়ারান্টিন ভারতীায় টিমের জন্য বরাদ্দ থাকছে না। এ দেশের পা দেওয়ার পর ওদের তিনবার কোভিড টেস্ট হবে। তার রিপোর্ট নেগেটিভ এলেই কোয়ারান্টিন শেষ।’

দক্ষিণ আফ্রিকা বোর্ডের আয়োজনে খুশি বিসিসিআই। সিএসএ-র শীর্ষ কর্তা লসন নাইডু বলছেন, ‘করোনাকালীন পরিস্থিতিতে এই সিরিজ ঠিকঠাক আয়োজন করতে, ক্রিকেটারদের নিরাপদে রাখতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আর তা দেখে ভারতীয় ক্রিকেট বোর্ড খুশি।’

দক্ষিণ আফ্রিকা-ভারতের ম্যাচ দেখতে কি মাঠে ঢুকতে পারবেন দর্শকরা? লসন বলছেন, ‘নিয়ম অনুযায়ী ২ হাজার দর্শক মাঠে ঢুকতে পারবেন। সেই নিয়ম যদি পাল্টানো হয়, তা আমরা জানতে পারব। সেই মতো কার্যকর করা হবে।’

দুই দেশের ক্রিকেট সম্পর্কে ৩০ বছরে পা দিতে চলেছে। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার পর ভারতের বিরুদ্ধেই প্রথম অ্যাওয়ে সিরিজ খেলতে এসেছিল তারা। লসন বলছেন, ‘৩০ বছরের পা দিতে চলেছে দুই দেশের ক্রিকেট সম্পর্ক। নির্বাসন থেকে ফিরে ১৯৯১ সালে আমরা প্রথম ভারত সফরেই গিয়েছিলাম। পরের বছরই ভারত আবার দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল। সেই সম্পর্কের উষ্ণতা যে একই রকম রয়েছে, তা নিশ্চিত।’

আরও পড়ুন : Virat Kohli: দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ থেকে ছুটি চাইলেন বিরাট