IPL 2022: ফের সুযোগ দিল্লিতে, খুশি পৃথ্বী-অক্ষর

শুরুর দিকে একাধিকবার ব্যর্থ হলেও গত দুটি মরসুমে নিজেদের অনেকটাই বদলে ফেলেছে দিল্লি। গত মরসুমে লিগ টেবিলের শীর্যে ছিল ঋভষ পন্থের দল। সেই ছন্দটা ধরে রেখে এ বার ট্রফির দিকে ফোকাস দিল্লির। নিলামে ৫১ কোটি টাকার পার্স নিলে ক্রিকেটার দলে তুলতে ঝাঁপাবেন পার্থ জিন্দলরা।

IPL 2022: ফের সুযোগ দিল্লিতে, খুশি পৃথ্বী-অক্ষর
আরও একবার ঝলক দেখা তৈরি হচ্ছেন পৃথ্বী ও অক্ষর। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2021 | 7:06 PM

নয়াদিল্লি: ঋষভ পন্থের (Rishabh Pant) থাকাটা এক রকম নিশ্চিত ছিল। অধিনায়ক হিসেবে তাঁকে ধরে রাখার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। কিন্তু পন্থ ছাড়া আর কে কে থাকতে পারেন দলে? প্রশ্ন ছিল সেটা নিয়েই। শ্রেয়স, শিখরের মতো তারকাদের ছেড়ে রাজধানীর দল ভরসা রেখেছে মুম্বইয়ের পৃথ্বী শ (Prithvi Shaw) ও গুজরাটের অলরাউন্ডার অক্ষর প্যাটেলের (Axar patel) উপর। তিন ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বোলার অনরিখ নর্টজে (Anrich Nortje) আছেন দিল্লির রিটেনশন তালিকায়। অক্ষর এখন ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছেন। তার মাঝেই রিটেনশনের খবর। এক ভিডিও বার্তায়া তিনি জানিয়েছেন, “দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমার সফর একটা দারুণ অভিজ্ঞতা। দিল্লি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। আগামী মরসুমে খেলার জন্য মুখিয়ে আছি।” গত তিন বছর দিল্লির সঙ্গে অক্ষর।

একই রকম ভাবে নিজের জায়গা ধরে রাখতে পেরে খুশি পৃথ্বী শ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ফেরার পর থেকেই দিল্লির হয়ে আইপিএল খেলছেন পৃথ্বী। তখন অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এখন পৃথ্বী নিজেই একজন তারকা। কেরিয়ারের ওঠাপড়ার মাঝেও দিল্লি ফ্রাঞ্চাজি কখনও তাঁর সঙ্গ ছাড়েনি। সেটাই সব থেকে তৃপ্তি দেয় মুম্বইয়ের ক্রিকেটারকে।

৯ কোটি টাকায় অক্ষর প্যাটেলকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে পৃথ্বীর দলে থাকা ৭ কোটি ৫০ লক্ষ টাকায়। ৬ কোটি ৫০ লক্ষ টাকায় দক্ষিণ আফ্রিকার পেসার অনরিখ নর্টজে আছেন দিল্লির দলে। তিনিও ধন্যবাদ জানিয়েছেন ফ্রাঞ্চাইজি কর্তাদের।

শুরুর দিকে একাধিকবার ব্যর্থ হলেও গত দুটি মরসুমে নিজেদের অনেকটাই বদলে ফেলেছে দিল্লি। গত মরসুমে লিগ টেবিলের শীর্যে ছিল ঋভষ পন্থের দল। সেই ছন্দটা ধরে রেখে এ বার ট্রফির দিকে ফোকাস দিল্লির। নিলামে ৫১ কোটি টাকার পার্স নিলে ক্রিকেটার দলে তুলতে ঝাঁপাবেন পার্থ জিন্দলরা।

আরও পড়ুন : ICC Test ranking: টেস্ট র‍্যাঙ্কিংয়ে জায়গা ধরে রাখলেন বিরাট-রোহিত