Prithvi Shaw: ঈশান বনাম ক্যাপ্টেন? ইডেনে কেরিয়ার ‘শুরু’ করছেন পৃথ্বী শ!
Ranji Trophy 2024, Bengal vs Mumbai: ইডেন গার্ডেন্সে কাল থেকে শুরু হচ্ছে বাংলা-মুম্বই রঞ্জি ট্রফি ম্যাচ। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই ক্রিকেট দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে। গত কাল অর্থাৎ বুধবার ইডেনে অনুশীলনও করেছেন রাহানেরা। বাংলা অধিনায়ক তথা দীর্ঘদিনের বন্ধু মনোজ তিওয়ারির সঙ্গে আড্ডাও দেন অজিঙ্ক রাহানে। কথা বলেন, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা, বোলিং কোচ শিবশঙ্কর পালের সঙ্গেও।
কলকাতা: কয়েক দিন আগেও ধোঁয়াশা ছিল পৃথ্বী শ-কে নিয়ে। আদৌ কবে ফিট হয়ে উঠতে পারবেন নিশ্চয়তা ছিল না। জল্পনা চলছিল, এ বারের রঞ্জিতে আর পাওয়া যাবে না মুম্বইয়ের এই ব্যাটারকে। কাউন্টি ক্রিকেটে খেলার সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন। নর্দাম্পটনশায়ারের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন পৃথ্বী। এক ম্যাচে ২৪৪ এবং এরপর ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এমন ছন্দে থাকা অবস্থায় চোটের কারণে দেশে ফিরতে হয়। এ বার মাঠেও ফিরছেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইডেন গার্ডেন্সে কাল থেকে শুরু হচ্ছে বাংলা-মুম্বই রঞ্জি ট্রফি ম্যাচ। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই ক্রিকেট দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে। গত কাল অর্থাৎ বুধবার ইডেনে অনুশীলনও করেছেন রাহানেরা। বাংলা অধিনায়ক তথা দীর্ঘদিনের বন্ধু মনোজ তিওয়ারির সঙ্গে আড্ডাও দেন অজিঙ্ক রাহানে। কথা বলেন, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা, বোলিং কোচ শিবশঙ্কর পালের সঙ্গেও। আজ সকাল ১১টা থেকে ইডেনে প্র্যাক্টিসের কথা মুম্বই টিমের। তবে রাতে বৃষ্টি হওয়ায় প্র্যাক্টিস আশঙ্কা থাকছেই।
বাংলার বিরুদ্ধে মুম্বই স্কোয়াডে রয়েছেন পৃথ্বী শ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল তাঁর। পৃথ্বীর ফিটনেসের বিষয়ে এনসিএর ছাড়পত্র মিলতেই তাঁকে স্কোয়াডে যোগ করা হয়। সব কিছু ঠিক থাকলে ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে নতুন করে কেরিয়ার শুরু করছেন তিনি। জাতীয় দলে ব্রাত্য পৃথ্বী। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরাই লক্ষ্য। দীর্ঘ চোট তাঁকে অনেকটা পিছিয়ে দিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে তাঁকে ফিট সার্টিফিকেট দিলেও ইডেনে আজ চূড়ান্ত প্রস্তুতির পরই হয়তো পৃথ্বীকে খেলানো নিয়ে সিদ্ধান্ত নেবে মুম্বই টিম ম্যানেজমেন্ট।
পৃথ্বী শ-য়ের নেতৃত্বে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই টিমে ছিলেন বাংলার পেসার ঈশান পোড়েলও। বাংলা সিনিয়র দলে রয়েছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যাঁর ক্যাপ্টেন্সিতে খেলেছিলেন, ঘরের মাঠে সেই পৃথ্বী শ-এর উইকেটেও নজর থাকবে ঈশান পোড়েলের। সবটাই নির্ভর করছে পৃথ্বী খেলছেন কিনা তার ওপর। মুম্বই টিম ম্যানেজমেন্ট আশাবাদী।