BEN vs MUM: মুম্বই ও আবহাওয়া, ইডেনে আজ থেকে বাংলার জোড়া প্রতিপক্ষ
Ranji Trophy 2024, Bengal vs Mumbai: প্রথম তিন ম্যাচে বাংলা মাত্র পাঁচ পয়েন্ট পেয়েছিল। এর জন্য যে পারফরম্যান্সই শুধু দায়ী তা নয়, আবহাওয়া অন্যতম কারণ। মরসুমের দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে অ্যাডভান্টেজ ছিল বাংলা। ছয় পেয়েন্ট নেওয়া সময়ের অপেক্ষা ছিল বলা যায়। কুয়াশার কারণে তিন পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এমনকি ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচে দু-দলের ইনিংস সম্পূর্ণ না হওয়ায় মাত্র ১ পয়েন্ট মিলেছিল।

কলকাতা: ইডেনে আজ তারকার মেলা। রঞ্জি ট্রফিতে এ মরসুমে পঞ্চম রাউন্ডের ম্যাচ শুরু আজ থেকে। ইডেনে মুখোমুখি বাংলা ও মুম্বই। এক দিকে আজিঙ্ক রাহানে, পৃথ্বী শ, শিবম দুবে। অন্য দিকে, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, ঈশান পোড়েল। ভারতীয় ক্রিকেটের একঝাঁক পরিচিত মুখ। এলিট বি গ্রুপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষা। তবে বাধ সাধতে পারে আবহাওয়া। দু-তিন দিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আজও পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুম্বইয়ের চেয়েও বাংলার বেশি চিন্তা আবহাওয়া। এর কারণও রয়েছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম তিন ম্যাচে বাংলা মাত্র পাঁচ পয়েন্ট পেয়েছিল। এর জন্য যে পারফরম্যান্সই শুধু দায়ী তা নয়, আবহাওয়া অন্যতম কারণ। মরসুমের দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে অ্যাডভান্টেজ ছিল বাংলা। ছয় পেয়েন্ট নেওয়া সময়ের অপেক্ষা ছিল বলা যায়। কুয়াশার কারণে তিন পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এমনকি ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচে দু-দলের ইনিংস সম্পূর্ণ না হওয়ায় মাত্র ১ পয়েন্ট মিলেছিল। বাংলার নকআউট নিয়ে চিন্তার মাঝে স্বস্তি গত ম্যাচে অসমের বিরুদ্ধে বোনাস পয়েন্ট। চার ম্যাচে বাংলার ঝুলিতে এখন ১২ পয়েন্ট।
মুম্বই বিধ্বংসী ফর্মেই রয়েছে। অধিনায়ক অজিঙ্ক রাহানে রানের মধ্যে না থাকলেও দল ৪টির মধ্যে তিন ম্যাচ জিতেছে। বোনাস সহ মুম্বইয়ের ঝুলিতে ২০ পয়েন্ট। বাংলার নকআউটের রাস্তা খোলা রাখতে মুম্বইকে হারাতেই হবে। কাজটা একেবারেই সহজ নয়। অজিঙ্ক রাহানের মতো ব্যাটার রয়েছেন। ফর্মে ফিরলে রাহানে একাই কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, এ আর বলার অপেক্ষা রাখে না। তার ওপর দীর্ঘ সময় পর চোট সারিয়ে ফিরেছেন পৃথ্বী শ। মুম্বইয়ের ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। দুরন্ত ফর্মে রয়েছেন অলরাউন্ডার শিবম দুবে।
অসম ম্যাচে ইনিংস ও ১৬২ রানের বিশাল ব্যবধানে জয়ে আত্মবিশ্বাসী বাংলা শিবির। প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লা বলছেন, ‘দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দু-দলই সমান শক্তিশালী। যতটা সম্ভব বেশি পয়েন্ট নেওয়ারই চেষ্টা থাকবে এই ম্যাচ থেকে।’ বাংলা অধিনায়ক গত ম্যাচে সেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেনির ক্রিকেটে দশ হাজারের বেশি রান। মুম্বই ম্যাচ নিয়ে আশাবাদী অধিনায়ক মনোজ তিওয়ারি। বলছেন, ‘মুম্বইয়ের মতো দলকে হারাতে পারলে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে। ছেলেরা ফর্মে রয়েছে। আশাকরি আবহাওয়া আমাদের সমস্যায় ফেলবে না এবং এই ম্যাচে আমাদের পক্ষে ইতিবাচক ফলই হবে।’
অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ, মুকেশ কুমার, শাহবাজের মতো প্লেয়াররা নেই। প্রথম দু-জন ভারত এ দলে খেলছেন। মুকেশ টেস্ট দলে রয়েছেন। শাহবাজ কোথায়, এ অবশ্য রহস্যই। তবে অভিজ্ঞ অনুষ্টুপ, মনোজদের সঙ্গে তরুণরা ভালো পারফর্ম করছেন। বোলিংয়ে নজর কাড়ছেন এ মরসুমেই অভিষেক হওয়া পেসার সুরজ সিন্ধু জয়সওয়াল। বাংলা এই ম্যাচেও যেমন সূরজের ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছে, তেমনই আকাশে সূর্যও।





