Sarfaraz Khan: আগ্রাসী ১৬১! বঞ্চনার জবাব এল সরফরাজের ব্যাটে, অপেক্ষার শেষ হবে কি?
গত মরসুমে রঞ্জি ট্রফিতে প্রচুর রান করেছেন। মরসুমের সেরা ক্রিকেটার হিসেবে মাধবরাও সিন্ধিয়া পুরস্কারও পেয়েছেন সদ্য। কিন্তু তাতেই শেষ। যে আকাঙ্খা নিয়ে ম্যাচের পর ম্যাচ নামছেন, তা আর হচ্ছে না। ইংল্যান্ড এসেছে ভারত সফরে। ৫ টেস্টের সিরিজ শুরু হয়ে গিয়েছে হায়দরাবাদে। প্রথম দুটো টেস্ট থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তাতেও শিঁকে ছেঁড়েনি তাঁর।
কলকাতা: কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়…! সুমনের গান যেন প্রশ্ন হয়ে উঠছে তাঁর কাছেও। তিনি পথে পেরোচ্ছেন ঠিকই, নিয়ম করে, দস্তুর মতো। কিন্তু ঠিকানায় পৌঁছতে পারছেন না। কবে পারবেন, তাও জানা নেই। এ হেন পথিকের নাম সরফরাজ খান (Sarfaraz Khan)। ঘরোয়া ক্রিকেটে (Domestic Cricket) রান উপচে পড়ছে তাঁর ব্যাট থেকে। সেঞ্চুরির পর সেঞ্চুরি করে যাচ্ছেন। কিন্তু জাতীয় টিমের দরজা আর খোলেনি। ২৬ বছরের মুম্বইকর কবে সুবিচার পাবেন? কবে শেষ হবে বঞ্চনার? এ প্রশ্ন আবার রেখে গেলেন সরফরাজ। উত্তর পাবেন?
গত মরসুমে রঞ্জি ট্রফিতে প্রচুর রান করেছেন। মরসুমের সেরা ক্রিকেটার হিসেবে মাধবরাও সিন্ধিয়া পুরস্কারও পেয়েছেন সদ্য। কিন্তু তাতেই শেষ। যে আকাঙ্খা নিয়ে ম্যাচের পর ম্যাচ নামছেন, তা আর হচ্ছে না। ইংল্যান্ড এসেছে ভারত সফরে। ৫ টেস্টের সিরিজ শুরু হয়ে গিয়েছে হায়দরাবাদে। প্রথম দুটো টেস্ট থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তাতেও শিঁকে ছেঁড়েনি তাঁর। সরফরাজের বদলে ভারতীয় টিমে বিরাটের বিকল্প হিসেবে জায়গা পেয়েছেন রজত পাতিদার। কিন্তু থামতে শেখেননি সরফরাজ। আবার ঝলসে উঠলেন।
আহমেদাবাদে ইংল্যান্ডের এ টিমের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলছে ভারতীয় এ টিম। দক্ষিণ আফ্রিকার পর ভারতীয় এ টিমে আবার সুযোগ পেয়েছেন সরফরাজ। প্রথম ম্যাচে ৪ ও ৫৫ করেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেই ঝোড়ো সেঞ্চুরি করে ফেললেন সরফরাজ। ৮৯ বলে করেছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৬১ করে আউট হয়েছেন তিনি। মেরেছেন ১৮টা চার ও ৫টে ছয় দিয়ে সাজিয়েছেন ইনিংস। ওপেনার দেবদত্ত পাডিক্কাল ১০৫ করেছিলেন। তিন নম্বরে নেমে সরফরাজ টিমের সর্বোচ্চ রান করেছেন। তাতেও তাঁর আক্ষেপ কমবে কিনা, জানেন না। হয়তো ভারতীয় টিমের জার্সি পরতে হলে আরও অপেক্ষা করতে হবে সরফরাজকে।