Shoaib Malik: ৩ বিয়ের প্রভাব? এক ওভারে তিনটে নো-বল শোয়েবের!
Shoaib Malik, BPL 2024: বোঝাই যাচ্ছে, শোয়েব তৃতীয় বিয়ের পর ওয়াঘার এপার-ওপারে ধিক্কারের মুখে পড়েছেন। প্রাক্তন পাক ক্রিকেটারের পরিবারও এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তাঁরা সানিয়ার পাশেই দাঁড়িয়েছেন। সানিয়ার সঙ্গে বিয়ে ভাঙার পর শোয়েবকে পাকিস্তানের একটি টিভি চ্যানেল চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তিন বছর ধরেই নাকি গোপনে প্রেম চলছিল সানার সঙ্গে। তা সানিয়া জানতে পেরেছিলেন কিনা, সন্দেহ রয়েছে। পরিস্থিতি যখন এমন, ক্রিকেট মাঠে কিছু করলে যে নজরে পড়ে যাবেন শোয়েব, তাতে আর আশ্চর্যের কী!

ঢাকা: সানিয়া মির্জার সঙ্গে সদ্য বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তৃতীয় বিয়েও প্রায় চুপিসাড়ে সেরে ফেলেছেন। তারই প্রভাব কি ক্রিকেট মাঠেও পড়ছে। চল্লিশের কোঠায় পৌঁছেও টি-টোয়েন্টি লিগ এখনও খেলছেন শোয়েব মালিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে নেমে ঘটিয়ে ফেলেছেন বেশ অবাক করা কাণ্ড। স্পিনারদের ক্ষেত্রে যা সচারাচর দেখা যায় না। বিপিএলের একটি ম্যাচে ৩টে নো-বল করেছেন শোয়েব। নিয়ম অনুযায়ী প্রতিটা নো-বলের ক্ষেত্রেই ফ্রি হিট হয়েছে। আর তারই জেরে ওই ওভারে দিয়েছেন ১৮ রান। একেই সানিয়ার সঙ্গে বিয়ে ভাঙার পর প্রবল সমালোচনার মুখে পড়েছেন শোয়েব। তার পর ক্রিকেট মাঠে এই ঘটনায় তাঁকে নিয়ে চলছে রসিকতা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
খেলা ছিল ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্সের। শোয়েবের পর পর তিনটে নো-বল করার পর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কেউ তাঁকে বলেছেন, ‘এক ওভারে তিনটে নো-বল। ১৮ রানও দিল শোয়েব মালি। কী হল!’ আর একজন লিখেছেন, ‘তিনটে বিয়ের প্রভাব! এক ওভারে তিনটে নো-বল করেছে শোয়েব মালিক। প্রথম স্পিনার হিসেবে ইতিহাস তৈরি করেছে।’ এক একজন মজা করে লিখেছেন, ‘এত লাইন ক্রস করা উচিত নয় শোয়েব সাব!’ এতেই শেষ নয়, আর একজনের কথায়, ‘এমন বোলিং করো যে, নন-স্ট্রাইক ব্যাটারের দরকারই না পড়ে!’
বোঝাই যাচ্ছে, শোয়েব তৃতীয় বিয়ের পর ওয়াঘার এপার-ওপারে ধিক্কারের মুখে পড়েছেন। প্রাক্তন পাক ক্রিকেটারের পরিবারও এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তাঁরা সানিয়ার পাশেই দাঁড়িয়েছেন। সানিয়ার সঙ্গে বিয়ে ভাঙার পর শোয়েবকে পাকিস্তানের একটি টিভি চ্যানেল চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তিন বছর ধরেই নাকি গোপনে প্রেম চলছিল সানার সঙ্গে। তা সানিয়া জানতে পেরেছিলেন কিনা, সন্দেহ রয়েছে। পরিস্থিতি যখন এমন, ক্রিকেট মাঠে কিছু করলে যে নজরে পড়ে যাবেন শোয়েব, তাতে আর আশ্চর্যের কী!





