Virat on Shubman: সচিনের পর আমি ঈশ্বর, শুভমন কখনও বিরাট হতে পারবে না… কোহলির ভাইরাল ভিডিয়ো ঘিরে তুমুল বিতর্ক

Aug 29, 2024 | 5:00 PM

Watch Video: এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এআই জেনারেটেড বিরাট কোহলির (Virat Kohli) এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে বিরাট টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করছেন। যা একেবারেই বিরাটোচিত নয়।

Virat on Shubman: সচিনের পর আমি ঈশ্বর, শুভমন কখনও বিরাট হতে পারবে না... কোহলির ভাইরাল ভিডিয়ো ঘিরে তুমুল বিতর্ক
Virat on Shubman: সচিনের পর আমি ঈশ্বর, শুভমন কখনও বিরাট হতে পারবে না... কোহলির ভাইরাল ভিডিয়ো ঘিরে তুমুল বিতর্ক

Follow Us

কলকাতা: বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ? বর্তমানে অনেকেই কমবেশি AI ব্যবহার করেন। নিজের কাজ সহজ করার জন্য এআইকে কাজে লাগানোর মাত্রা দিন দিন বাড়ছে। এআই ব্যাবহার করার সুবিধে যেমন রয়েছে, তেমনই অসুবিধেও আছে। এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এআই জেনারেটেড বিরাট কোহলির (Virat Kohli) এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে বিরাট টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করছেন। যা একেবারেই বিরাটোচিত নয়। বিরাট কোহলি কোনও তরুণ ক্রিকেটারকে নিয়ে কখনও এমন মন্তব্য কখনও করেন না। অনেকেই এই ভিডিয়ো দেখে নিজেদের মতো করে ভাবার চেষ্টা করছেন। কিন্তু সত্যিই এই ভিডিয়ো বিরাটের ভাবাবেগে আঘাত করছে, ভাবমূর্তিতে। জানেন সেই ভিডিয়োতে ঠিক কী কী বলেছেন বিরাট কোহলি?

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে শুভমন গিলের সমালোচনা করছেন বিরাট কোহলি। তিনি বলেন, ‘আমরা যখন অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলাম, তারপর মূল্যায়ন করেছিলাম যে শীর্ষস্তরের সাফল্যের জন্য কী করা প্রয়োজন। আমি গিলকে অনেক কাছ থেকে দেখেছি। নিঃসন্দেহে ও প্রতিভাবান। কিন্তু প্রতিভাবান হওয়া এবং নিজেকে কিংবদন্তির স্তরে নিয়ে যাওয়ার মধ্যে অনেক ফারাক রয়েছে। গিলের টেকনিক খুব ভালো। কিন্তু ওকে আমাদের থেকে এগিয়ে রাখার কিছু নেই।’

এখানেই শেষ হয়নি ভিডিয়োটি। এরপর বিরাটের কণ্ঠস্বরে শোনা যায়, ‘লোকজনকে পরবর্তী বিরাট কোহলিকে নিয়ে আলোচনা করতে দেখা যায়, কিন্তু আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই। বিরাট কোহলি একজনই হন। আমি বিশ্বের সেরা বোলারদের কঠিন, কঠিব পরিস্থিতিতে এক দশকেরও বেশি সময় ধরে সামলেছি। ধারাবাহিকভাবে পারফর্ম করেছি। ফলে কয়েকটা ভালো ইনিংস খেললেই কেউ আমার সমকক্ষ হয়ে যায় না।’

ভারতীয় ক্রিকেটের ঈশ্বর বলে জনপ্রিয় সচিন তেন্ডুলকর। এআই জেনারেটেড ওই ভিডিয়োতে বিরাটকে বলতে শোনা যায়, ‘আমি যদি কোনও ভুল সিদ্ধান্ত নিই, তা হলে বাইরে বসে থাকব এবং সারা দিন হাততালি দেব। ভারতীয় ক্রিকেটে একজন ঈশ্বর আছেন এবং তার পরেই আমি। আর এটা একটি বেঞ্চমার্ক। সেখানে পৌঁছনোর আগে শুভমন গিলকে অনেক দূর যেতে হবে।’

Next Article