Ronaldo vs Messi: সর্বকালের সেরা কে? খোদ রোনাল্ডোই বেছে নিলেন মেসিকে!
Lionel Messi vs Cristiano Ronaldo: রোনাল্ডো বনাম মেসি বিতর্কে গত কয়েক বছর ধরে আর্জেন্টেনিয়ানকেই এগিয়ে রেখেছেন বড় রোনাল্ডো। ক্লাব ফুটবলে মেসি দারুণ সফল। কিন্তু কেরিয়ারের শেষ সময়টাতে যেন দেশের হয়ে সর্বস্ব উজাড় করে দিচ্ছেন মেসি। গোল করা থেকে শুরু করে টিমকে নেতৃত্ব দেওয়া, কঠিন সময়ে এগিয়ে নিয়ে যাওয়া, সবেতেই মেসি এগিয়ে রয়েছেন। বার্সেলোনা থেকে প্যারিস সাঁজা ঘুরে এখন ইন্টার মায়ামিতে সই করেছেন মেসি।
কলকাতা: গত এক দশক ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন ফুটবল ভক্তরা। কেউ লিওনেল মেসির ভক্ত। কেউ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই প্রজন্মের সেরা দুই ফুটবলারের মাঠে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছেন। গোল করেছেন, জিতিয়েছেন টিমকে। ততই উত্তাপ ছড়িয়ে আলোচনা। কে বড়? সর্বকালের অন্যতম সেরার আসনে কে বসতে পারেন? পেলে-মারাদোনার গ্রহে জায়গা পাবেন কে? পেলে এবং মারাদোনাও বারবার এই প্রশ্নের মুখে পড়েছেন। মেসি কিংবা রোনাল্ডোর নাম আলাদা করে কেউ করেননি। বরং দু’জনকেই এই প্রজন্মের সেরা বেছেছেন। কিন্তু এ বার সেরার প্রশ্নে মেসিকেই বেছে নিলেন খোদ রোনাল্ডোই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সদ্য ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিও মেসি। কাতার বিশ্বকাপ জেতার পর থেকেই এলএম টেনকে গ্রেটেস্ট অফ অল টাইম (GOAT) বা সর্বকালের সেরা বলা শুরু হয়ে গিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেখানে পিছিয়ে পড়েছেন। ইউরো কাপ জিতেছেন দেশের হয়ে। কিন্তু মেসির মতো বিশ্বকাপ মুঠোতে ধরা দেয়নি তাঁর। সিআর সেভেন গোল করে নিজের আগ্রাসন, খিদে, শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। কিন্তু মেসির মতো সাফল্য পাওয়া হয়ে ওঠেনি। তাই রোনাল্ডো বেছে নিলেন মেসিকে? এই রোনাল্ডো কিন্তু সিআর সেভেন নন। এই রোনাল্ডো ব্রাজিলের, যাঁকে বিশ্ব বড় রোনাল্ডো নামে চেনে। সেই রোনাল্ডো নাজারিও বলে দিচ্ছেন, রোনাল্ডো নন, গ্রেটেস্ট বাছতে হলে মেসিকেই এগিয়ে রাখতে হবে।
রোনাল্ডো বনাম মেসি বিতর্কে গত কয়েক বছর ধরে আর্জেন্টেনিয়ানকেই এগিয়ে রেখেছেন বড় রোনাল্ডো। ক্লাব ফুটবলে মেসি দারুণ সফল। কিন্তু কেরিয়ারের শেষ সময়টাতে যেন দেশের হয়ে সর্বস্ব উজাড় করে দিচ্ছেন মেসি। গোল করা থেকে শুরু করে টিমকে নেতৃত্ব দেওয়া, কঠিন সময়ে এগিয়ে নিয়ে যাওয়া, সবেতেই মেসি এগিয়ে রয়েছেন। বার্সেলোনা থেকে প্যারিস সাঁজা ঘুরে এখন ইন্টার মায়ামিতে সই করেছেন মেসি। তিনি পা দেওয়াতে আমেরিকায় যেন ফুটবল উন্মাদনা কয়েক গুণ বেড়ে গিয়েছে। রোনাল্ডো সৌদির ফুটবলে সেই একই কাজ করছেন। কিন্তু দেশের ফুটবল সাফল্য না পেলে মহাতারকারও উত্তরণ হয় না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে ভালো আর কে জানেন!