East Bengal: আইএসএলের ব্যর্থতা ভুলে লক্ষ্যে সুপার কাপ, দল ঘোষণা ইস্টবেঙ্গলের

Hero Super Cup 2023: নয়া কোচ নিয়ে জল্পনার মাঝেই ২০২৩ সুপার কাপের জন্য দল ঘোষণা করল ইস্টবেঙ্গল।

East Bengal: আইএসএলের ব্যর্থতা ভুলে লক্ষ্যে সুপার কাপ, দল ঘোষণা ইস্টবেঙ্গলের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 3:37 PM

কলকাতা: আইএসএলে যোগ দেওয়ার পর থেকে এখনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই ইস্টবেঙ্গলের (East Bengal)। ২০২২-২৩ আইএসএলের ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল। সামনে সুপার কাপ (Hero Super Cup 2023)। এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও লাল-হলুদের নতুন কোচ হিসেবে ৯৯ শতাংশ নিশ্চিত সের্গিও লোবেরা। নয়া কোচ নিয়ে জল্পনার মাঝেই ২০২৩ সুপার কাপের জন্য দল ঘোষণা করল লাল হলুদ। বৃহস্পতিবার ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla-য়।

কেরলেয় অনুষ্ঠিত হতে চলা সুপার কাপের ২০২৩ সালের সংস্করণ শুরু হচ্ছে ৯ এপ্রিল অর্থাৎ রবিবার। প্রথমদিনই মাঠে নামছে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। রবিবারের ম্যাচে নামার আগে শুক্রবার এবং শনিবার কেরলের মঞ্জেরি স্টেডিয়ামে অনুশীলন করবে ইস্টবেঙ্গল। গ্রুপ বি-এর পরের দুটি ম্যাচ রয়েছে হায়দরাবাদ এফসি এবং আইজল এফসি ও ট্রাউ এফসির মধ্যে বাছাইপর্ব থেকে উঠে আসা জয়ী দলের সঙ্গে। দুটি ম্যাচ রয়েছে যথাক্রমে ১৩ ও ১৭ এপ্রিল। গ্রুপ বি-এর সবকটি ম্যাচ মঞ্জেরি স্টেডিয়ামে খেলা হবে।

শোনা যাচ্ছে, এখনই নতুন কোচের নাম ঘোষণা করতে চায় না ইস্টবেঙ্গল। সুপার কাপ পর্যন্ত স্টিফেন কনস্ট্যানটাইনের চুক্তি রয়েছে। তাই টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত সরকারিভাবে নতুন কোচের ঘোষণা থেকে বিরত থাকবে ইস্টবেঙ্গল। নতুবা টুর্নামেন্টের আগে দলের মনোবল ভেঙে যেতে পারে। কোচ হিসেবে ভারতীয় ফুটবলে লোবেরার ব্যাপক সাফল্য রয়েছে। সুপার কাপ, আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি সবই জিতেছেন।

পুরো স্কোয়াড

গোলকিপার: কমলজিৎ সিং, পবন কুমার এবং শুভম সেন

ডিফেন্ডার: মহম্মদ রাকিপ, সার্থক গোলুই, ইভান গঞ্জালেজ, প্রীতমকুমার সিং, জেরি লালরিনজুয়ালা, লালচুংনুঙ্গা, কিরিয়াকু, তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণণ

মিডফিল্ডার: মোবাশির রহমান, সৌভিক চক্রবর্তী, সুমিত পাসি, অ্যালেক্স লিমা, নওরেম মহেশ সিং, জর্ডন ড’হার্তি, এমরজিৎ সিং কিয়াম, হিমাংশু জাংরা

ফরোয়ার্ড: ক্লেটন সিলভা, জেক জার্ভিস, সিম্বোই হাওকিপ, ভিপি সুহের