Kolkata Derby: যুবভারতীর বাইরে মানব বন্ধন, ডার্বির আগে বিচারের দাবিতে সোচ্চার সমর্থকরা

East Bengal vs Mohun Bagan: যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের এ মরসুমের প্রথম বড় ম্যাচ শুরুর আগে দু-দলের সমর্থকদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। মাঠে ঢোকার আগে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিল দু-দলের সমর্থকরা।

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 19, 2024 | 7:26 PM

অবশেষে বড় ম্যাচ। ডুরান্ড ডার্বি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল। মাঠে ‘তিলোত্তমা’-র বিচারের দাবিতে ‘অশান্তি’ হতে পারে বলে মনে করেছিল সরকার। নিরাপত্তার কারণে সেই ডার্বি বাতিল করে দেওয়া হয়েছিল। ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা অবশ্য বিচারের দাবি থেকে সরে আসেননি। ম্যাচ বাতিল হলেও তারা একজোট হয়েছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও। ইন্ডিয়ান সুপার লিগে মরসুমের প্রথম বড় ম্যাচের আগে যুবভারতীর বাইরে মানববন্ধন দুই প্রধানের সমর্থকদের।

যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের এ মরসুমের প্রথম বড় ম্যাচ শুরুর আগে দু-দলের সমর্থকদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। মাঠে ঢোকার আগে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিল দু-দলের সমর্থকরা। ডাকে সাড়া দিয়েছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরাও। ব্যানার, টিফো নিয়ে নানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাঠের বাইরে অবশ্য দু-দলের সমর্থকদের হাতে ব্যানারও রয়েছে। যাতে ‘তিলোত্তমা’-র দ্রুত বিচারের ডাক।

সমর্থকরা অপেক্ষায় খেলা শুরুর। মরসুমের প্রথম বড় ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে। মাঠের লড়াইয়ের মাঝে ভুলছেন না আরজি কর কাণ্ডও। গ্যালারিতেও হয়তো নীরব প্রতিবাদ দেখা যেতে পারে। একটা রুদ্ধশ্বাস লড়াই, সুন্দর ফুটবলের পাশাপাশি বিনোদনও। দু-দলের ফুটবলারদের কাছেও উন্মাদনার ম্যাচ। এ বার খেলা শুরুর অপেক্ষা।

অবশেষে বড় ম্যাচ। ডুরান্ড ডার্বি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল। মাঠে ‘তিলোত্তমা’-র বিচারের দাবিতে ‘অশান্তি’ হতে পারে বলে মনে করেছিল সরকার। নিরাপত্তার কারণে সেই ডার্বি বাতিল করে দেওয়া হয়েছিল। ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা অবশ্য বিচারের দাবি থেকে সরে আসেননি। ম্যাচ বাতিল হলেও তারা একজোট হয়েছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও। ইন্ডিয়ান সুপার লিগে মরসুমের প্রথম বড় ম্যাচের আগে যুবভারতীর বাইরে মানববন্ধন দুই প্রধানের সমর্থকদের।

যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের এ মরসুমের প্রথম বড় ম্যাচ শুরুর আগে দু-দলের সমর্থকদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। মাঠে ঢোকার আগে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিল দু-দলের সমর্থকরা। ডাকে সাড়া দিয়েছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরাও। ব্যানার, টিফো নিয়ে নানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাঠের বাইরে অবশ্য দু-দলের সমর্থকদের হাতে ব্যানারও রয়েছে। যাতে ‘তিলোত্তমা’-র দ্রুত বিচারের ডাক।

সমর্থকরা অপেক্ষায় খেলা শুরুর। মরসুমের প্রথম বড় ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে। মাঠের লড়াইয়ের মাঝে ভুলছেন না আরজি কর কাণ্ডও। গ্যালারিতেও হয়তো নীরব প্রতিবাদ দেখা যেতে পারে। একটা রুদ্ধশ্বাস লড়াই, সুন্দর ফুটবলের পাশাপাশি বিনোদনও। দু-দলের ফুটবলারদের কাছেও উন্মাদনার ম্যাচ। এ বার খেলা শুরুর অপেক্ষা।