CFL 2023: লিগে কালীঘাটের বড় জয়, দিনের বাকি দুই ম্যাচ ড্র
Calcutta Football League: পিয়ারলেসের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে পারল না ক্যালকাটা ফুটবল ক্লাব। ম্যাচের ২৮ মিনিটেই ক্যালকাটা ফুটবল ক্লাবকে এগিয়ে দিয়েছিলেন বরুণ অঙ্কলেসারিয়া।
কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন শুরু হয়ে গিয়েছে। প্রিমিয়ার ডিভিশনে দুটি গ্রুপে মোট ২৬টি দল খেলছে। এ বারের লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ডায়মন্ডহারবার এফসি ও সাদার্ন সমিতি। জয় দিয়ে অভিযান শুরু করেছিল ডায়মন্ডহারবার এফসি। লিগে এ বারের দ্বিতীয় দিন মাঠে নেমেছিল ৬টি দল। তিনটি ম্যাচের কোন ম্যাচে কী হল, বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লিগে বড় জয় ছিনিয়ে নিল কালীঘাট মিলন সঙ্ঘ। এফসিআইকে ৩-০ ব্যবধানে হারাল কালীঘাট এমএস। ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় কালীঘাট। গোল করেন বিজয় কর্মকার। এক গোল খাওয়ার পর আরও এলোমেলো হয়ে যায় এফসিআই রক্ষণ ভাগ। গুছিয়ে নেওয়ার আগেই আর এক গোল। তিন মিনিটের ব্যবধানে কালীঘাটের স্কোর লাইন ২-০ করেন মহম্মদ সাকিরুল আলি।
প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় কালীঘাট মিলন সঙ্ঘ। ২৫ মিনিটে তৃতীয় গোল সুদীপ শর্মা সরকারে। এফসিআই আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। বেশ কিছু সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি কালীঘাটও। ম্যাচের সেরার পুরস্কার জিতে নিয়েছেন কালীঘাট এমএসের সাকিরুল আলি।
লিগে এ দিন আর এক ম্যাচে মুখোমুখি হয়েছিল ডালহৌসি ক্লাব ও টালিগঞ্জ অগ্রগামী। কোনও দলই গোল করতে পারেনি। গোলশূন্য ড্র-তেই শেষ হয় এই ম্যাচ। অন্য দিকে, পিয়ারলেসের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে পারল না ক্যালকাটা ফুটবল ক্লাব। ম্যাচের ২৮ মিনিটেই ক্যালকাটা ফুটবল ক্লাবকে এগিয়ে দিয়েছিলেন বরুণ অঙ্কলেসারিয়া। ১-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় সিএফসি। কিন্তু এক গোল যে সুরক্ষিত নয়, তা টের পেল দ্বিতীয়ার্ধেই। ম্যাচের ৬২ মিনিটে অমিত টুডুর গোলে সমতা ফেরায় পিয়ারলেস। শেষ অবধি ১-১ স্কোর লাইনে মাঠ ছাড়ে দু-দল। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বরুণ।