East Bengal: অবশেষে সমস্যা মিটল, আজই আসছেন ‘ইস্টবেঙ্গলের মেয়ে’

Sanjida Akhter East Bengal: এর আগেও ভারতের বেশ কিছু ক্লাব থেকে প্রস্তাব ছিল সানজিদার কাছে। যদিও কোনও প্রস্তাবেই হ্যাঁ করেননি। এ বার ইস্টবেঙ্গলের প্রস্তাব মিলতেই রাজী হয়ে যান। তাতেও ছিল জটিলতা। সাক্ষাৎকারের সময়ই সানজিদা বলেছিলেন, 'ভিসা আবেদন করেছি, এখন দেখা যাক কতদিনেই পাই।' গত কাল সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেওয়ারই মতোই পোস্ট করেন সানজিদা। পাশাপাশি দুটি ছবি। একটিতে লাল পোশাক পরা, অন্যটি হলুদ শাড়িতে। সঙ্গে লেখা লাল-হলুদ। #SA7।

East Bengal: অবশেষে সমস্যা মিটল, আজই আসছেন 'ইস্টবেঙ্গলের মেয়ে'
Image Credit source: FACEBOOK
Follow Us:
| Updated on: Jan 24, 2024 | 1:05 AM

কলকাতা ময়দানে ইতিহাস গড়তে চলেছে ইস্টবেঙ্গল। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের উইঙ্গার সানজিদা আখতারতে সই করিয়েছে লাল-হলুদ। ময়দানে বাংলাদেশের অনেক ফুটবলারই খেলে গিয়েছেন। তবে ময়দানে কোনও বিদেশি মহিলা ফুটবলার, ইস্টবেঙ্গল নজির গড়তে চলেছে। সই হয়েছে আগেই। কিন্তু তিনি কবে কলকাতায় আসছেন, এ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ইস্টবেঙ্গলকে হ্যাঁ বলার পরই TV9Bangla Sports-কে ফোনে একান্ত সাক্ষাৎকারে আরও নানা বিষয়েই কথা বলেছিলেন। জানিয়েছিলেন সমস্যার কথাও। অবশেষে সেই সমস্যা মিটেছে।

এর আগেও ভারতের বেশ কিছু ক্লাব থেকে প্রস্তাব ছিল সানজিদার কাছে। যদিও কোনও প্রস্তাবেই হ্যাঁ করেননি। এ বার ইস্টবেঙ্গলের প্রস্তাব মিলতেই রাজী হয়ে যান। তাতেও ছিল জটিলতা। সাক্ষাৎকারের সময়ই সানজিদা বলেছিলেন, ‘ভিসা আবেদন করেছি, এখন দেখা যাক কতদিনেই পাই।’ গত কাল সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেওয়ারই মতোই পোস্ট করেন সানজিদা। পাশাপাশি দুটি ছবি। একটিতে লাল পোশাক পরা, অন্যটি হলুদ শাড়িতে। সঙ্গে লেখা লাল-হলুদ। #SA7।

সানজিদার প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর রোনাল্ডো মানেই আইকনিক সাত নম্বর জার্সি। রোনাল্ডোর মতো সানজিদাও খেলেন উইংয়ে। সানজিদা সাত নম্বর জার্সিই পরেন। সুতরাং, হ্যাশট্যাগ বুঝতে অসুবিধা হয় না। পোস্টের পরই গুঞ্জন, তাহলে কি ভিসা সমস্যা মিটে গিয়েছে? সেই অনুমানই সঠিক। বাংলাদেশের প্রথম সারির এক দৈনিককে সানজিদা জানিয়েছেন, ভিসা সমস্যা মিটে গিয়েছে, আজ অর্থাৎ বুধবার কলকাতায় আসছেন।

ইন্ডিয়ান উইমেন্স লিগে ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরম্যান্স ভরসা দেওয়ার মতো নয়। সানজিদা যেমন দলের সঙ্গে দ্রুত যোগ দিতে মরিয়া, তেমনই লাল-হলুদ শিবিরও চাইছে, পরিস্থিতি বদল হোক। হয়তো সানজিদার মতো ফুটবলার এলে পরিস্থিতি বদলে যেতেই পারে!