East Bengal: লিগ অভিযানের আগে ইস্টবেঙ্গলের অনুশীলনে হীরা, সার্থক

East Bengal, CFL: টালিগঞ্জের বিরুদ্ধে মাঠে নামার আগে ইস্টবেঙ্গলের অনুশীলনে দেখা গেল সার্থক গোলুই আর হীরা মণ্ডলকে। অতীতে এই দুই ফুটবলারই লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়েছেন। ইস্টবেঙ্গল ছেড়ে বেঙ্গালুরুতে খেলতে চলে যান হীরা। সেখানে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি এই বাঙালি ফুটবলার। অন্যদিকে গত বছর ইস্টবেঙ্গল থেকে চেন্নায়িন এফসিতে লোনে যান সার্থক।

East Bengal: লিগ অভিযানের আগে ইস্টবেঙ্গলের অনুশীলনে হীরা, সার্থক
Image Credit source: EMAMI EAST BENGAL
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2024 | 3:51 PM

কলকাতা: রবিবার কলকাতা লিগের ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের সামনে টালিগঞ্জ অগ্রগামী। গতবারের রানার্স আপ ইস্টবেঙ্গল এবছর কলকাতা লিগ জিততে মরিয়া। অল্পের জন্য গতবছর কলকাতা লিগ হাতছাড়া হয়। এবার আর তার পুনরাবৃত্তি চান না সায়ন, তন্ময়রা। কলকাতা লিগে এবার বেশ কঠিন গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগান, ভবানীপুর, রেনবোর মতো দল রয়েছে ইস্টবেঙ্গলের গ্রুপে। টালিগঞ্জরে বিরুদ্ধে লিগ অভিযানের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য লাল-হলুদ ফুটবলারদের। গত বছর কলকাতা লিগের দল থেকে বেশ কয়েকজন ফুটবলার সিনিয়র টিমে সুযোগ পান। সায়ন, বিষ্ণু, গুরনাজরা কুয়াদ্রাতের নজরে পড়েন। এবারও রিজার্ভ দলে নিজেদের মেলে ধরার চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলারদের কাছে।

টালিগঞ্জের বিরুদ্ধে মাঠে নামার আগে ইস্টবেঙ্গলের অনুশীলনে দেখা গেল সার্থক গোলুই আর হীরা মণ্ডলকে। অতীতে এই দুই ফুটবলারই লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়েছেন। ইস্টবেঙ্গল ছেড়ে বেঙ্গালুরুতে খেলতে চলে যান হীরা। সেখানে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি এই বাঙালি ফুটবলার। এবছর আবার ফিরে এসেছেন ইস্টবেঙ্গলে। অন্যদিকে গত বছর ইস্টবেঙ্গল থেকে চেন্নায়িন এফসিতে লোনে যান সার্থক। টালিগঞ্জ ম্যাচের জন্য অবশ্য হীরা এবং সার্থককে রেজিস্ট্রেশন করায়নি ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে রিজার্ভ দলের কোচ বিনো জর্জ বলেন, ‘দলে অভিজ্ঞ ফুটবলার প্রয়োজন। সেই কারণেই এই দুই ফুটবলারকে অনুশীলনে ডাকা। টালিগঞ্জ ম্যাচে হীরা আর সার্থককে রেজিস্ট্রেশন না করালেও, লিগের পরবর্তী ম্যাচের জন্য এই দুই ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো হবে। হীরা আজ দলের সঙ্গে যোগ দিয়েছে। অন্যদিকে সার্থক তিনদিন আগেই শিবিরে যোগ দেয়। তরুণ ফুটবলারের পাশাপাশি অভিজ্ঞ ফুটবলারও প্রয়োজন। এই কারণেই ওদের দলে নেওয়া।’

টালিগঞ্জের বিরুদ্ধে মাঠে নামার আগে ইস্টবেঙ্গলের কোচ বলেন, ‘গত বছর এই স্কোয়াড থেকে অনেকে সিনিয়র দলে সুযোগ পেয়েছিল। এ বছরও আমাদের সেই লক্ষ্য রয়েছে। যাতে বেশি করে ফুটবলার সিনিয়র দলের জন্য সাপ্লাই দেওয়া যায়। কলকাতা লিগ দেশের মধ্যে সবচেয়ে কঠিন ঘরোয়া টুর্নামেন্ট। এখানে মোহনবাগান, মহমেডানের মতো দল খেলে। প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। ছেলেদের বুঝতে হবে ইস্টবেঙ্গলের ঐতিহ্য, গরিমা। সেই ধারাই বয়ে নিয়ে যেতে হবে।’ এ বছর সুব্রত মুর্মু, মনোতোষ চাকলাদার, চাকু মান্ডির মতো ফুটবলাররা ইস্টবেঙ্গলে সই করেছেন।

বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?