AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonakshi Sinha: 'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?

Sonakshi Sinha: ‘লাভ জিহাদ’ প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 26, 2024 | 11:44 PM

Share

সোনাক্ষী সিনহা সদ্য বিয়ে করেছেন প্রেমিক জাহির ইকবালকে। যে বিয়েকে অনেকেই লাভ জিহাদের তকমা দিয়েছেন। আর তাতেই এবার চটলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে অভিনেত্রী, অ্যানিমেটর প্রসাদ ভাটের তৈরি একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টেটিতে বলা হয়েছিল-- প্রেম সর্বজনীন ধর্ম, যা জীবনের বিভিন্ন স্তরের মানুষকে আবদ্ধ করে।

কোথায় মালাইকা?
অর্জুন কাপুরের জন্মদিন বলে কথা। সেলিব্রেশন থাকবে না এমন তো হতে পারে না, তাই মধ্যে রাতে বসল গালা পার্টি। তবে সেখানে উপস্থিত থাকলেন না মালাইকা আরোরা। ছবি সামনে আসতেই শোরগোল নেটপাড়ায়। তবে কি বিচ্ছেদের খবরই সত্যি? মন ভাঙছে জুটির ভক্তদের।

বাড়ি ছাড়ছেন অমিতাভ?
কয়েকদিন আগেই মুম্বইতে বেশ কয়েকটি ফ্ল্যাট নিয়েছেন অভিষেক বচ্চন। এবার অমিতাভ বচ্চনের পালা। তিনি কি তবে জলসা ছাড়ার পরিকল্পনা করেছেন? একেবারেই নয়। কারণ অমিতাভ বচ্চন যে কোটি টাকার সম্পত্তি কিনলেন, তা একটি তিন ইউনিটের অফিসঘর। কাজের সূত্রেই এই পদক্ষেপ।

রেগে গেলেন সোনাক্ষী
সোনাক্ষী সিনহা সদ্য বিয়ে করেছেন প্রেমিক জাহির ইকবালকে। যে বিয়েকে অনেকেই লাভ জিহাদের তকমা দিয়েছেন। আর তাতেই এবার চটলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে অভিনেত্রী, অ্যানিমেটর প্রসাদ ভাটের তৈরি একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টেটিতে বলা হয়েছিল– প্রেম সর্বজনীন ধর্ম, যা জীবনের বিভিন্ন স্তরের মানুষকে আবদ্ধ করে।

অস্বস্তিতে জাহ্নবী
অস্বস্তিতে জাহ্নবী কাপুর। তিনি বিমানবন্দরে হাজির হতেই ছবি তোলার জন্য তাঁর চারপাশে ভিড় জমে যায় এবং অভিনেত্রী যে অস্বস্তিতে তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। এক পাপারাৎজি তাঁকে বার্থ ডে শুভেচ্ছা জানালে জাহ্নবী বলেন, ‘মেরা বার্থডে নেহি হ্যায়।ট আর সেখান থেকে সোজা চলে যান সত্যি যাঁর জন্মদিন তার বাড়ি, অর্থাৎ ভাই অর্জুন কাপুরের কাছে।

ট্রোল্ড সুদীপা
বাংলাদেশের এক কুকিং শো ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ নামের একটি শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছেন টলিউডের সুদীপা চট্টোপাধ্যায়। এবার তালিকায় ছিল গরুর মাংস। সেই পর্ব সম্প্রচারিত হতেই চরম ট্রোল্ড অভিনেত্রী। গরুর মাংস চেখে দেখলেন? বাড়িতে তো দূর্গা পুজো হয়! নেটিজ়েনদের রোষের মুখে সেলিব্রিটি।

জবাব সুদীপার
বিতর্কে এবার স্পষ্ট জবাবও দিলেন সুদীপা চট্টোপাধ্যায়। বললেন, আমি না গোরুর মাংস খেয়েছি। না গোরুর মাংস রান্না করেছি। আমি গিয়েছিলাম কোরবানির ইদ উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে। তাঁদের দেশের জাতীয় খাদ্যের মধ্যে পড়ে গোরুর মাংস। কারও ধর্মীয় রুচিতে বাধা দেওয়া আমার শিক্ষার মধ্যে নেই।

গোপনে বিয়ে?
গোপনে বিয়ে করে ফেলেছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস? রুবেল জমিয়ে খেলেন জামাইষষ্ঠী। সেই ছবি সামনে আসতেই শোরগোল নেটপাড়ায়। কনা, গোপনে বিয়ে তাঁরা করেননি। তবে শোনা যাচ্ছে ২০২৫-এর জানুয়ারী মাসে বিয়ে করতে চলেছেন এই জুটি। সেই সূত্রেই হবু জামাইকে গুছিয়ে খাওয়ালেন শ্বেতার মা।

বাংলায় শপথ রচনার
২৫ জুন ছিল সাংসদ হিসাবে সংসদে শপথ নেওয়ার দিন। বিধি মেনেই সেদিন শপথ নিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। AITC-র পার্লামেন্টের টুইটার হ্য়ান্ডেলে উঠে এসেছে রচনার শপথ গ্রহণের সেই মুহূর্ত। যেখানে বাংলাতেই শপথবাক্য পাঠ করতে দেখা যায় রচনাকে। বর্তমানে ভাইরাল সেই ভিডিয়ো।

কী বললেন রণবীর?
২০১০ সালে অপর্না সেন কন্যা কঙ্কনাকে বিয়ে করেছিলেন অভিনেতা রণবীর শোরে। ২০১৫ সাল থেকে তাঁরা আলাদা থাকা শুরু করেন। এখনও আছে কঙ্কনার সঙ্গে যোগাযোগ? তাঁর কথায়, সন্তানের জন্যে যেটুকু যোগাযোগ প্রয়োজন, শুধু সেইটুকুই।