East Bengal Watch: লাল-হলুদ জার্সিতে সানজিদার প্রথম গোল, ইস্টবেঙ্গলের আধডজন হার
East Bengal Women's Football Team: মেয়েদের লিগে এ মরসুমে অষ্টম ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। এর মধ্যে মাত্র একটি জয়। গত ম্যাচে ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক হয় বাংলাদেশের ফুটবলার সানজিদা আখতারের। সেই ম্যাচে ড্র করেছিল ইস্টবেঙ্গল। বাকি আধডজন ম্যাচেই হার লাল-হলুদের। কিকস্টার্ট এফসিতে খেলেন সানজিদার জাতীয় দলের সতীর্থ সাবিনা খাতুন। বাংলাদেশ দলের সতীর্থ আজ ছিলেন প্রতিপক্ষ। পরিবর্ত হিসেবে নামলেও হাসিমুখেই মাঠ ছাড়লেন সাবিনা।
মেয়েদের লিগে এ মরসুমে অষ্টম ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। এর মধ্যে মাত্র একটি জয়। গত ম্যাচে ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক হয় বাংলাদেশের ফুটবলার সানজিদা আখতারের। সেই ম্যাচে ড্র করেছিল ইস্টবেঙ্গল। বাকি আধডজন ম্যাচেই হার লাল-হলুদের। কিকস্টার্ট এফসিতে খেলেন সানজিদার জাতীয় দলের সতীর্থ সাবিনা খাতুন। বাংলাদেশ দলের সতীর্থ আজ ছিলেন প্রতিপক্ষ। পরিবর্ত হিসেবে নামলেও হাসিমুখেই মাঠ ছাড়লেন সাবিনা। অন্য দিকে, গোল করেও দলের হতাশা ঢাকতে পারলেন না সানজিদা আখতার।
ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে প্রথম ম্যাচ থেকেই প্রশ্ন উঠছে। কোচ দীপঙ্কর বিশ্বাস বারবার বলে এসেছেন, সময় দিতে হবে। তবে আট ম্যাচেও পরিস্থিতির উন্নতি হয়নি। এ দিন ম্যাচের আড়মোড়া ভাঙার আগেই গোল হজম। প্রথম মিনিটেই গোল করেন কিকস্টার্টের অরুণা বাগ। ৩১ মিনিটে সোনিয়ার গোলে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রি-কিক থেকে চোখ ধাঁধানো গোল বাংলাদেশের ফুটবলার সানজিদা আখতার। ইস্টবেঙ্গল ফেরার স্বপ্ন দেখছিল। যদিও লাভ হয়নি। ৫৬ মিনিটে করিশমা শিরোইকারের গোলে ৩-১ এগিয়ে যায় কিকস্টার্ট। স্কোরলাইনে আর বদল হয়নি।