স্প্যানিশ আর্মাডার ‘৬’ ধাক্কায় চূর্ণ জার্মান দর্প
উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) গ্রুপ পর্বের ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে হারাল স্পেন। ৮৯ বছর পর এমন লজ্জার মুখোমুখি হতে হল জার্মানিকে। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক স্পেনের তরুণ স্ট্রাইকার ফেরান টোরেস
TV9 বাংলা ডিজিটাল – ফুটবল বিশ্বে নিজেদের দাপট বোঝাতে জার্মান (Germany) সমর্থকরা বারবার ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে সাত গোল দেওয়ার কথা বলতেন। কিন্তু মঙ্গলবার রাতের পর থেকে হয়তো ব্রাজিল সমর্থকরা বেশ খানিকটা নিস্তার পাবেন। সেলেকাও সমর্থকদের সেই স্বস্তি এন দিল স্পেন (Spain)। উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) গ্রুপ পর্বের ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে হারাল স্পেন। ৮৯ বছর পর এমন লজ্জার মুখোমুখি হতে হল জার্মানিকে। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক স্পেনের তরুণ স্ট্রাইকার ফেরান টোরেস (Ferran Torres)।
?? Your reaction to ???? performance?#NationsLeague pic.twitter.com/VwtOw2U866
— UEFA Nations League (@EURO2020) November 17, 2020
১৭ মিনিটে আলভারো মোরাত্তার গোল দিয়ে শুরু হয় স্পেনের ঝড়। এরপর প্রথমার্ধে আরও দুটি গোল পেল স্পেন। গোল করলেন টোরেস ও রডরি। দ্বিতীয়ার্ধে মাঠে নিমে নিজের হ্যাটট্রিকটা সেরে ফেললেন, টোরেস। খেলা শেষের এক মিনিট আগে জার্মিন কফিনে শেষ পেড়েক পুঁতে দিলেন মিকেল। গোটা দলের অপদার্থতায় কার্যত দাঁড়িয়ে থেকে হাফ ডজন গোল হজম করতে হল বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলকিপার ম্যানুয়েল নয়ারকে। তাও গোলের নিচে তিনি ছিলেন বলে রক্ষা, নইলে হয়তো আরও বড় লজ্জার হার দেখতে হত জার্মানদের।
Una noche histórica que hará crecer a este equipo. ¡A la Final Four! ????
An historic night that will help us grow as a team. To the Final Four! ???#VamosEspaña #NationsLeague pic.twitter.com/ZXexnXukeC
— Sergio Ramos (@SergioRamos) November 17, 2020
ম্যাচ শেষে স্প্নের মিডিও রডরি বলছিলেন, আরও গোল করা উচিত ছিল তাদের। দল হিসেবে অনেকটাই অনভিজ্ঞ আমরা। তবে এই জয়টা আত্মবিশ্বাসের ঢেউ নিয়ে আসবে। অন্যদিকে জার্মান কোচ জোয়াকিম লো ম্যাচ শেষ একটাই কথা বলছেন, জার্মান ফুটবলের ইতিহাসে একটা কালো দিন। সত্যই তাই, কারণ জার্মানদের এমন লজ্জার মুখ দেখতে হয়েছিল ৮৯ বছর আগে। ১৯৩১ সালে অস্ট্রিয়ার কাছে ৬-০ গোলে হারতে হয়েছিল তাদের। দলের পারফরম্যান নিয়ে এমনিতেই সমালোচনায় বিদ্ধ জোয়াকিম লো। ফুটবল মহলের মতে এই হার জোয়াকিম লোর কোচের কুর্সি না টলিয়ে দেয়।