Indian Football: চ্যাম্পিয়ন গানে সেলিব্রেশন, ‘ছেত্রী…ছেত্রী…’ ধ্বনিতে শিহরণ
Hero Intercontinental Cup 2023: অধিনায়ক সুনীল ছেত্রীকে সবচেয়ে স্বস্তি কী দিয়েছে? অধিনায়ক বলছেন, ‘প্রায়োরিটি হল উন্নতি করা। দলের মধ্যে শৃঙ্খলা রাখা। গত বার আমরা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিততে পারিনি। এ বার চ্যাম্পিয়ন হয়ে খুশি। সবচেয়ে বেশি ভালো লাগছে, টুর্নামেন্টে গোল না খাওয়া।’
সচিন…সচিন…। সচিন…সচিন…। ভারতীয় ক্রিকেটে এই ধ্বনি শিহরণ জাগানো। সচিন তেন্ডুলকর ব্যাট হাতে নামলে গ্যালারি গর্জে উঠত এই ধ্বনিতে। এখনও সচিনকে দেখলে এমনটা হয়। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এমনই মুহূর্ত তৈরি হল। শিরহণ জাগানো মুহূর্ত। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
হিরো কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ভানুয়াতুর বিরুদ্ধে গোলের খাতা খুলতে সমস্যা হচ্ছিল। তরুণ ফুটবলাররা বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল আসছিল না কিছুতেই। ক্যাপ্টেন সুনীল ছেত্রী গোল করে সেই গ্যাপ পূর্ণ করেন। ১-০ ব্যবধানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত করেছিল ভারত।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে ড্র করায় অনেকেই কটাক্ষ করেছিলেন, ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা দলকে হারাতে পারবে না ভারত। ফাইনালেও প্রথমার্ধে গোল না হওয়ায় ক্রমশ চাপ বাড়ছিল। সুনীলের গোলে এগিয়ে যাওয়া, ব্যবধান বাড়ালেন ছাংতে। শেষ অবধি ২-০ ব্যবধানে জয়।
আন্তর্জাতিক ফুটবলে ৮৭ তম গোলের পর আঙুল দেখিয়ে সেলিব্রেশন করেন সুনীল। হয়তো বোঝাতে চেয়েছিলেন, আমরা শক্তিশালী দলের বিরুদ্ধেও জিততে পারি। বিরতির পর খেলা শুরুর সময় টিম হাডলে সতীর্থদের কী বার্তা দিয়েছিলেন সুনীল? ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘গত ম্যাচেও লেবাননের বিরুদ্ধে খেলেছি আমরা। কিন্তু গোল শূন্য ড্র হয়েছিল। অনেকেই বলেছিল, ওদের হারাতে পারব না। বিরতিতে সেটা নিয়েই কথা হচ্ছিল।’
Happiness Unfiltered ?#BlueTigers ? #INDLBN ⚔️ #HeroIntercontinentalCup ? #IndianFootball ⚽️ pic.twitter.com/BekAabYDUj
— Indian Football Team (@IndianFootball) June 18, 2023
টুর্নামেন্টের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকল ম্যাচ শেষে ‘ছেত্রী…ছেত্রী…’ ধ্বনি। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হওয়ার পরই গ্যালারি থেকে ছেত্রী ধ্বনি ক্রমশ শিহরণ জাগালো। ট্রফি নিয়ে ডিজে (ড্যারেন) ব্র্যাভোর চ্যাম্পিয়ন গানে সেলিব্রেশনে মাতল ব্লু টাইগার্স।
অধিনায়ক সুনীল ছেত্রীকে সবচেয়ে স্বস্তি কী দিয়েছে? অধিনায়ক বলছেন, ‘প্রায়োরিটি হল উন্নতি করা। দলের মধ্যে শৃঙ্খলা রাখা। গত বার আমরা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিততে পারিনি। এ বার চ্যাম্পিয়ন হয়ে খুশি। সবচেয়ে বেশি ভালো লাগছে, টুর্নামেন্টে গোল না খাওয়া।’