Lionel Messi : ইন্টার মায়ামিতে আরও এক প্রাক্তন সতীর্থকে পাচ্ছেন মেসি

ইতিমধ্যেই মায়ামির কোচ হিসেবে টাটা মার্টিনোকে নিযুক্ত করা হয়েছে। যাঁকে বার্সেলোনা ও জাতীয় দলের কোচ হিসেবে অতীতে পেয়েছেন মেসি।

Lionel Messi : ইন্টার মায়ামিতে আরও এক প্রাক্তন সতীর্থকে পাচ্ছেন মেসি
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 9:16 AM

কলকাতা : মেজর লিগ সকার টিম ইন্টার মায়ামির হয়ে নয়া ইনিংস শুরুর দোরগোড়ায় লিওনেল মেসি (Lionel Messi)। ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন। মেসির কাছে মেজর লিগ সকার, আমেরিকার পরিবেশ নতুন হলেও তাঁর আশেপাশে চেনা মানুষের অভাব থাকবে না। ইতিমধ্যেই মায়ামির কোচ হিসেবে টাটা মার্টিনোকে নিযুক্ত করা হয়েছে। যাঁকে বার্সেলোনা ও জাতীয় দলের কোচ হিসেবে অতীতে পেয়েছেন মেসি। এছাড়া বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ সের্গিও বুস্কেৎসের সঙ্গে চুক্তি করেছে ইন্টার মায়ামি। এ বার মেসির আরও এক সতীর্থ যোগ দিচ্ছেন মায়ামিতে। যাঁর সঙ্গে অতীতে লা লিগা ও পিএসজিতে খেলেছেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

মেসি ও সের্গিও ব়্যামোস একসঙ্গে পিএসজিকে বিদায় জানিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন ব়্যামোস। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলির খবর, মায়ামির সঙ্গে চুক্তির কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণাটাই যা বাকি। রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন খেলার পর পিএসজি পাড়ি দিয়েছিলেন ব়্যামোস। সেখান থেকে এ বার তাঁর গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ব়্যামোসের পাশাপাশি মায়ামিতে যেতে পারেন জর্ডি আলবা। তিনি বার্সেলোনায় ছিলেন মেসির সতীর্থ। অন্যদিকে জাতীয় দলে ব়্যামোসের সতীর্থ।

মেসির মতোই প্যারিসে দুটো মরসুম কাটিয়েছেন ব়্যামোস। মেসি ও ব়্যামোস দুজনেই লা লিগায় খেলেছেন ১৬টা বছর ধরে। এল ক্লাসিকোয় দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা ছিল দেখার মতো। পিএসজিতে তাঁরাই ছিলেন সতীর্থ। এ বার ফের একবার মেসি ও ব়্যামোসের রিইউনিয়ন হতে চলেছে। মেসি এই মুহূর্তে রোজারিওর বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ব়্যামোস মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছিলেন। সেখানেই আগামিদিনে ক্লাব কেরিয়ারে নতুন ইনিংস শুরু করবেন।