Lionel Messi: মেসি বিতর্কে পাল্টা তোপ বার্সা প্রেসিডেন্টের

লাপোর্তা বার্সালোনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'লিগ প্রেসিডেন্ট (League President) হিসেবে এই ধরণের মন্তব্য করা যায় না। একেবারে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। সমঝোতা ও সমাধানসূত্র বের করে বদলে ওঁর বরাবর সংঘাতের রাস্তা পছন্দ।'

Lionel Messi: মেসি বিতর্কে পাল্টা তোপ বার্সা প্রেসিডেন্টের
মেসি ইস্যুতে সরব লাপোর্তা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2021 | 2:18 PM

মাদ্রিদ: লিওনেল মেসি (Lionel Messi) বিতর্কে এ বার পাল্টা তোপ বার্সেলোনা (FC Barcelona) প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার। সম্প্রতি লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস বলেছেন, বার্সেলোনা চাইলে মেসিকে রেখে দিতে পারত। কিন্তু হঠাৎ করে মনোভাব পাল্টে ফেলার জন্যই মেসিকে তাঁর ছেলেবেলার ক্লাব ছেড়ে চলে যেতে হয়েছে পিএসজিতে (PSG)।

তেবাসের মন্তব্যে তিনি যে তীব্র চটেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর তাই লাপোর্তা বার্সালোনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘লিগ প্রেসিডেন্ট (League President) হিসেবে এই ধরণের মন্তব্য করা যায় না। একেবারে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। সমঝোতা ও সমাধানসূত্র বের করে বদলে ওঁর বরাবর সংঘাতের রাস্তা পছন্দ। ওঁর বার্সাকে আক্রমণ করা, মূল্যবোধে আঘাত করাটা পুরনো ভালোলাগার বিষয়। ওঁর চরিত্র সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তাই ওঁর মন্তব্যকে গুরুত্ব দিচ্ছি না।’

মুখে যাই বলুন না কেন, মেসি-বিতর্ক কিন্তু থামাতে পারছেন না লাপোর্তা। বরং তা উত্তরোত্তর বেড়েই চলেছে। মেসিকে রাখার ব্যাপারে বার্সা আন্তরিক ছিল না, তা প্রকাশ হয়ে পড়েছে। যা নিয়েই রীতিমতো ক্ষুব্ধ ক্লাবের সমর্থকরা।

লাপোর্তার যুক্তি হল, লা লিগায় আর্থিক ভারসাম্য রাখার ক্ষেত্রে যদি নমনীয় হত পরিচালক সংস্থা, তা হলে মেসিকে ক্লাব ছাড়তে হত না। ‘উনি বলছেন, মেসিই নাকি ক্লাব ছাড়তে চেয়েছিল। কিন্তু আমার তো মনে হয়, লা লিগার প্রেসিডেন্টই পুরো নায়কটার মূল নায়ক। উনিই চাননি মেসি ক্লাবে থাকুক।’

মেসি বার্সা ছাড়ায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ক্লাব এবং লা লিগাও। স্পনসরদের মতো টিভি সম্প্রচারকারীদের তরফেও এ নিয়ে উষ্মা রয়েছে। যা এড়িয়ে যাওয়ার মতো নয়। তার থেকেও বড় কথা হল, বার্সার সমর্থকরা মনে প্রাণে চাননি যে, মেসি ক্লাব ছেড়ে চলে যান। পরিস্থিতি হয়তো পাল্টাতে পারে, আগামী মরসুমে ফের মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে। কিন্তু তাতেও বিতর্ক কি থামবে? মনে হয় না।

আরও পড়ুন: Met Gala 2021: চোখ ধাঁধিয়ে দিলেন বাইলস-রাডুকানুরা