Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi : মায়ামিতে যাওয়ার আগে এশিয়া সফরে মেসি, বিমানবন্দরে লোকে লোকারণ্য

গতবছর কাতার বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটি ২-১ গোলে জিতে যান মেসিরা।

Lionel Messi : মায়ামিতে যাওয়ার আগে এশিয়া সফরে মেসি, বিমানবন্দরে লোকে লোকারণ্য
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 5:59 PM

বেজিং: পিএসজি (PSG) অধ্যায় শেষ হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে পরবর্তী গন্তব্যের কথাও ফাঁস করে দিয়েছেন। এ বার এশিয়া সফরে এলেন লিওনেল মেসি। মেসি-সহ গোটা আর্জেন্টিনা টিম বেজিংয়ে গিয়েছেন। একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার (Argentina)। ২০১৭ সালের পর থেকে এই নিয়ে সাতবার চিন সফরে গেলেন মেসি (Lionel Messi)। শনিবার বেজিং বিমানবন্দর আর্জেন্টাইন সুপারস্টারের আগমনের খবরে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছিল। পিলপিল করে লোককে ছুটতে দেখা গিয়েছে মেসির এক ঝলক পাওয়ার জন্য। বেজিংয়ের মানুষের বিপুল অভ্যর্থনায় দেশটিতে পা রেখেছেন লিও। বৃহস্পতিবার চিনের রাজধানীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

গতবছর কাতার বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটি ২-১ গোলে জিতে যান মেসিরা। এ বার ক্যাঙারুদের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। বেজিংয়ের পর ইন্দোনেশিয়া যাবে আর্জেন্টিনা দল। ১৯ জুন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আরও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। গেলোরা বুং স্টেডিয়ামের ওই ম্যাচ খেলেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দেবেন মেসি। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার জন্য পৌঁছে যাবেন তিনি। পিএসজির সঙ্গে মেসির চুক্তি এখনও শেষ হয়নি তাই আনুষ্ঠানিকভাবে যোগ দেননি। ৩০ জুন চুক্তি শেষ হওয়ার পর ইন্টার মায়ামির সদস্য হয়ে যাবেন মেসি।

৩৬ বছর বয়সে মেসি পা দিতে চলেছেন মায়ামিতে। ৩৪ বছর বয়সে পেলে কসমসে খেলতে এসেছিলেন। পেলে যখন কসমসে আসেন, তখন মাত্র সাড়ে ৩ হাজার সমর্থক ছিল নর্থ আমেরিকার ওই সকার লিগের। পেলেকে সই করানো কসমসের ম্যানেজার ক্লাইভ টয় বলছেন, ‘পেলের আগে আমেরিকায় ফুটবলের অস্তিত্ব সেই অর্থে ছিল না। লোকে গুরুত্বই দিত না। পেলে সেটাই পাল্টে দিয়েছিলেন। মেসি এমন এক সময় আমেরিকায় খেলতে আসছে, যে সময় এ দেশে ফুটবল নামে একটা খেলা বেশ জনপ্রিয়। মেসি এই জনপ্রিয়তাকে যে আরও বেশ খানিকটা এগিয়ে নিয়ে যাবে তাতে সন্দেহ নেই।’