Ronaldo vs Messi: মেসির টিমকে আধডজন গোল আল নাসেরের, সিউউউ সেলিব্রেশন দেখলেন রোনাল্ডো
Al Nassr vs Inter Miami: ম্যাচের আগে অবশ্য রোনাল্ডো ভক্তদের জন্য অস্বস্তিও ছিল। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে আল নাসের বনাম ইন্টার মায়ামি হলেও রোনাল্ডো বনাম মেসি হল না। ম্যাচে রোনাল্ডো দর্শকের ভূমিকাতেই। ম্যাচের আগে আল নাসের কিছুটা হলেও চাপে ছিল। যতই প্রীতি ম্যাচ হোক, এ তো মর্যাদার লড়াই! রোনাল্ডোকে ছাড়াই যে ঝড় তুলল আল নাসের, তাতে মেসির টিম পুরোপুরি ফিকে।

রিয়াধ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসি। এই ম্যাচের অপেক্ষায় ছিলেন সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। দুই তারকার সাক্ষাৎ এখন বিরল। মেসি খেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। রিয়াধে আল নাসের বনাম ইন্টার মায়ামি প্রীতি ম্যাচের দিনক্ষণ প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ চড়ছিল। মেসি ভক্তদের জন্য অবশ্য হতাশার রাত। আল নাসেরের কাছে আধডজন গোলে হার মেসির ইন্টার মায়ামির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
احتفال سيي تاليسكا pic.twitter.com/nkSA0Cb8w0
— ميديا عالم النصر (@CFCWORLD4) February 1, 2024
ম্যাচের আগে অবশ্য রোনাল্ডো ভক্তদের জন্য অস্বস্তিও ছিল। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে আল নাসের বনাম ইন্টার মায়ামি হলেও রোনাল্ডো বনাম মেসি হল না। ম্যাচে রোনাল্ডো দর্শকের ভূমিকাতেই। ম্যাচের আগে আল নাসের কিছুটা হলেও চাপে ছিল। যতই প্রীতি ম্যাচ হোক, এ তো মর্যাদার লড়াই! রোনাল্ডোকে ছাড়াই যে ঝড় তুলল আল নাসের, তাতে মেসির টিম পুরোপুরি ফিকে।
رونالدو دايم الاول 🤣🐐 pic.twitter.com/d7nWi6M03x
— كورة | Alnassr 📽️ (@BLLvid) February 1, 2024
আল নাসেরে ডেভিড অসপিনার মতো অভিজ্ঞ গোলরক্ষক রয়েছেন। লাপোর্তের মতো সেন্ট্রাল ডিফেন্ডার। মাঝমাঠে ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রোজোভিচ। ইন্টার মায়ামিতেও তারকার অভাব নেই। লুইস সুয়ারেজ, সের্গিও বুস্কেতস, জোর্ডি আলবা। লিওনেল মেসিকে নামানো হল শেষ দিকে। ততক্ষণে লজ্জার আর বাকি নেই বললেই চলে। ম্যাচের মাত্র ১২ মিনিটের মধ্যেই আল নাসের তিন গোল দেয়। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল।
فيديو احتفال رونالدو بهدف لابورت pic.twitter.com/AVwlZtNRO1
— كورة | Alnassr 📽️ (@BLLvid) February 1, 2024
ইন্টার মায়ামি ৭৩ মিনিটে ০-৬ পিছিয়ে। ম্যাচের ৮৪ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার পরিবর্তে নামানো হয় লিও মেসিকে। তাতেও হারের ব্য়বধান কমাতে ব্যর্থ ইন্টার মায়ামি। প্রীতি ম্যাচে ৬ গোল হজমের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসিকে। আর সিআরসেভেন! খেলতে না নামলেও তাঁরই সিউউউ সেলিব্রেশন দেখলেন ভিআইপি বক্স থেকে।





