AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের মেসি বনাম নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে বার্সেলোনার সামনে প্যারিস সাঁ জাঁ।

ফের মেসি বনাম নেইমার
চ্যাম্পিয়ন্স লিগে এবার মেসি-নেইমার দ্বৈরথ ছবিঃ ট্যুইটার
| Edited By: | Updated on: Dec 14, 2020 | 7:53 PM
Share

নিঁয়ঁঃ  মেসি-রোনাল্ডো দ্বৈরথেের পর এবার চ্যাম্পিয়ন্স লিগে( Champions League) মেসি (Messi) বনাম নেইমার (Neymar)। সোমবার উয়েফা (Uefa) চ্য়াম্পিয়ন্স লিগের প্রিকোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশিত হয়। শেষ ষোলো-র সূচিতে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হল প্যারিস সাঁজাঁ ( Paris Saint German) বনাম বার্সেলোনা ( Barcelona) ম্যাচ। সূচি প্রকাশের পর, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

বার্সেলোনা বনাম প্যারিস সাঁজাঁ ম্যাচ ছাড়াও আরও ৩টি ম্যাচ নিয়ে আগ্রহ বাড়ছে বিশ্বফুটবলের। দ্বিতীয় প্রিকোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে লাজিও ও বায়ার্ন মিউনিখ। জার্মানির সেরা দলের সঙ্গে ইতালির অন্যতম সেরা দলের লড়াই নিয়েও কম আগ্রহ নেই। তৃতীয় প্রিকোয়ার্টার ফাইনালও আরেকটি হাইভোল্টেজ ম্যাচ। অ্যাটলেটিকো দি মাদ্রিদের সঙ্গে এই ম্যাচে মুখোমুখি চেলসি। চতুর্থ প্রিকোয়ার্টারে লিভারপুলের প্রতিপক্ষ লিপজিগ।

এই ৪টি হাাইভোল্টেজ ম্যাচ ছাড়াও আরও ২টি ম্যাচের দিকে নজর থাকবে বিশ্বফুটবলের। রোনাল্ডোর জুভেন্তাস মুখোমুখি হচ্ছে তাঁরই দেশের ক্লাব এফসি পোর্তোর সঙ্গে।শেষ প্রিকোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইটালির আটলান্টা এফসির সঙ্গে।

তবে সবার নজর সেই বার্সেলোনা বনাম প্যারিস সাঁজাঁ। একদিকে নেইমার-এমবাপে। আর অন্যদিকে মেসি। রোনাল্ডোর বিরুদ্ধে মেসিরা জয়ের মুখ দেখেননি। কিন্তু নেইমারদের সঙ্গে দ্বৈরথে কি ঘুরে দাঁড়াতে পারবেন আর্জেন্তিনা ফুটবলের সুপারস্টার?  এদিকে যেদিন চ্যাম্পিয়ন্স লিগের প্রিকোয়ার্টার ফাইনালের সূচি ঘোষিত হল, তার আগেই  চোট নেইমারের।

লিগ ওয়ান টুর্নামেন্টে লিঁয়ঁ-র বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান ব্রাজিল ফুটবলের বর্তমান সুপারস্টার। চোট এতটাই গুরুতর যে, আর মাঠে নামতে পারেননি নেইমার। তবে প্যারিস সাঁজাঁ সূত্রের খবর, চোট গুরুতর নয়। খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন নেইমার।