AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pele Health: আইসিইউ থেকে সরানো হবে সুস্থ পেলেকে

পেলের মেয়ে কাইল নাসিমেন্টো ইন্সটাগ্রামে লিখেছেন, 'অস্ত্রোপচারের পর বাবা এখন আগের থেকে ভালো আছেন। শরীরে কোনও যন্ত্রণা নেই। চমৎকার মুডেও আছেন। ঠিকঠাক খাওয়াদাওয়াও করছেন। ওঁকে খুব দ্রুত জেনারেল রুমে শিফট করা হবে।'

Pele Health: আইসিইউ থেকে সরানো হবে সুস্থ পেলেকে
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Sep 14, 2021 | 5:27 PM
Share

সাও পাওলো: আগের থেকে অনেকটাই ভালো আছেন পেলে (Pele)। ব্রাজিলিয়ান কিংবদন্তিকে খুব দ্রুত আইসিইউ (ICU) থেকে সরিয়ে জেনারেল কেবিনে রাখা হবে। এমনই জানাচ্ছেন তাঁর চিকিৎসক। ৮০ বছরের পেলের কিছুদিন আগেই অস্ত্রোপচার করে শরীর থেকে একটি টিউমার বাদ দেওয়া হয়েছে। তারপর থেকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছেন তিনি। পেলের শরীরিক অবস্থা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে নানা মহল।

পেলের মেয়ে কাইল নাসিমেন্টো ইন্সটাগ্রামে লিখেছেন, ‘অস্ত্রোপচারের পর বাবা এখন আগের থেকে ভালো আছেন। শরীরে কোনও যন্ত্রণা নেই। চমৎকার মুডেও আছেন। ঠিকঠাক খাওয়াদাওয়াও করছেন। ওঁকে খুব দ্রুত জেনারেল রুমে শিফট করা হবে।’

অস্ত্রোপচারের পর থেকেই নাকি পেলে দারুণ মুডে। তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাচ্ছেন। বছর খানেক ধরে তাঁর হাটতে সমস্যা হচ্ছিল। কেন এমন হচ্ছে, তার জন্য নানা পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, মলাশয়ে টিউমার হয়েছে তাঁর। ডাক্তার পরামর্শ দিয়েছিলেন দ্রুত অস্ত্রোপচারের। তবে পেলের বয়স নিয়ে খানিকটা আশঙ্কা ছিলই।

নাসিমেন্টো বলেছেন, ‘বাবা বরাবরের মতো শারীরিক ও মানসিক ভাবে স্ট্রং। সেই সঙ্গে অবশ্য হাসপাতালের তরফে ওঁর চমৎকার যত্ন নেওয়া হয়েছে। যাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন বাবা।’