Australian Open 2024: ‘আমার বয়স ৪৩ নয়…’, প্রথম গ্র্যান্ড স্লাম জিতে রোহন বোপান্না
Australian Open 2024, Rohan Bopanna: স্ত্রী সুপ্রিয়া আর মেয়ে ত্রিধা গ্যালারিতে দাঁড়িয়ে। শ্বশুর, শাশুড়িও এসেছেন। আর এসেছেন মেলবোর্নের ভারতীয়রা। তাঁরা দেখলেন, বয়স শুধুই সংখ্যা। কেউ কেউ এ সব মানেন না। ফিরেও দেখেন না। বরং পুরনো ওয়াইনের মতোই বয়স বাড়লে এঁদের ঝাঁঝও বাড়ে। বোপান্নার পার্টনার এবডেন বলছিলেন, 'ভাষায় প্রকাশ করতে পারব না এই জয়। ৪৩ বছরে আমার পার্টনার রোহন প্রথম ডাবলস গ্র্যান্ড স্লাম জিতল। বয়স শুধুই একটা সংখ্যা, এটা ও প্রমাণ করে দিচ্ছে। অবাক হয়ে যাচ্ছি ওকে দেখে।'

কলকাতা: রড লেভার এরিনায় তখন ‘ভারত মাতা কি জয়’ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। ভলিটা নেওয়ার পরই কোর্টে শুয়ে পড়লেন। ক্লান্তি তখন ভিজিয়ে দিচ্ছে তাঁকে। তবু সুখের সাগরে ভাসছেন। কেরিয়ারের শুরু থেকে স্বপ্ন দেখেছেন গ্র্যান্ড স্লাম জেতার। ২০১৭ ফরাসি ওপেন জিতেছিলেন ঠিকই, তবু কোথাও যেন আক্ষেপ থেকে গিয়েছিল। ছেলেদের দুনিয়ায় কি গ্র্যান্ড স্লাম জেতা হবে না তাঁর? ৪৩ বছর বয়সে এল সেই অধরা মাধুরী। ইতালিয়ান জুটিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রোহন বোপান্না। বিশ্বের সেরা ডাবলস প্লেয়ার হয়েছেন দিন কয়েক আগেই। এ বার রড লেভার এরিনায় স্বাক্ষর রেখে গেলেন ভারতের চিরতরুণ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
স্ত্রী সুপ্রিয়া আর মেয়ে ত্রিধা গ্যালারিতে দাঁড়িয়ে। শ্বশুর, শাশুড়িও এসেছেন। আর এসেছেন মেলবোর্নের ভারতীয়রা। তাঁরা দেখলেন, বয়স শুধুই সংখ্যা। কেউ কেউ এ সব মানেন না। ফিরেও দেখেন না। বরং পুরনো ওয়াইনের মতোই বয়স বাড়লে এঁদের ঝাঁঝও বাড়ে। বোপান্নার পার্টনার এবডেন বলছিলেন, ‘ভাষায় প্রকাশ করতে পারব না এই জয়। ৪৩ বছরে আমার পার্টনার রোহন প্রথম ডাবলস গ্র্যান্ড স্লাম জিতল। বয়স শুধুই একটা সংখ্যা, এটা ও প্রমাণ করে দিচ্ছে। অবাক হয়ে যাচ্ছি ওকে দেখে।’
আর বোপান্না? বলে দিলেন, ‘আমি একটা জিনিস বদলাতে চাই। আমার বয়স ৪৩ নয়, আমি এখন লেভেল ৪৩তে আছি। আমি যেন এই রকম তরুণই থেকে যেতে পারি। ম্যাটি আমার পার্টনার, ও খুব ভালো করে জানে, আমি কী চাই। কী ভাবে ভাবি। আমাদের জুটিতে এটা একটা দারুণ জয়।’ সঙ্গে বলে দিলেন, ‘টেনিস খেলাটা শিক্ষকের মতো। অনেক কিছু শেখায়। কঠিন সময়ে পাশে থাকে যারা, আমার পরিবার, টিম সবাই সেই রকমই আছে।’
ইতিহাস অনেকেই তৈরি করে। কিন্তু ইতিহাসে কেউ কেউ থেকে যেতে পারেন। ভারতীয় টেনিস এক সময় এগিয়ে নিয়ে গিয়েছেন লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি। দুই সেরা তারকার মধ্যগগনে থাকাকালীনই টেনিস চলে এসেছিলেন বোপান্না। কিন্তু তাঁদের মঞ্চে প্রবেশ করতে পারেননি। এতদিনের পারলেন বোপান্না।





