IPL 2025: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে SRH-MI ম্যাচে BCCI-এর বড় সিদ্ধান্ত

Terrorist attack in Pahalgam: নাম ও পরিচয় জেনে নেওয়ার পর বেছে বেছে হিন্দুদের গুলি করে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। যাঁরা এই নৃশংসতার শিকার হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আইপিএলের ম্যাচে বেশ কিছু দৃশ্য দেখা যাবে না।

IPL 2025: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে SRH-MI ম্যাচে BCCI-এর বড় সিদ্ধান্ত
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে SRH-MI ম্যাচে BCCI-এর বড় সিদ্ধান্তImage Credit source: PTI, BCCI

Apr 23, 2025 | 12:51 PM

ভূ-স্বর্গে মঙ্গলবার পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় এখনও অবধি জানা গিয়েছে মৃত বেড়ে ২৮। এ বার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, আজ, বুধবার আইপিএলের (IPL) ম্যাচে কয়েকটি বদল করবে বিসিসিআই (BCCI)।

নাম ও পরিচয় জেনে নেওয়ার পর বেছে বেছে হিন্দুদের গুলি করে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। যাঁরা এই নৃশংসতার শিকার হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আইপিএলের ম্যাচে বেশ কিছু দৃশ্য দেখা যাবে না। হায়দরাবাদের ঘরের মাঠে আইপিএলের ম্যাচে বুধ-রাতে মুখোমুখি হওয়ার কথা সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই ম্যাচে মোট ৩টি বদলের কথা ভেবেছে বিসিসিআই।

এক, মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা আজকের আইপিএল ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলবেন। এবং আম্পায়ররাও কালো আর্মব্যান্ড পরে থাকবেন এই ম্যাচ। একানায় খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

দুই, আইপিএলের সকল ম্যাচেই সাধারণত বাজি এবং আলোর প্রদর্শনী হয়ে থাকে। ইনিংস বিরতিতে আলো ও লেজ়ার শো হয়। ম্যাচ শেষে হয় বাজি প্রদর্শনী। আজকের ম্যাচে বিসিসিআই এইভাবে উল্লাস প্রকাশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিন, আইপিএলের প্রতিটি ম্যাচেই চিয়ারলিডারদের পারফর্ম করতে দেখা যায়। ব্যাটাররা চার, ছয় মারলে, বোলাররা উইকেট নিয়ে চিয়ারলিডাররা উচ্ছ্বাস প্রকাশ করেন নিজ নিজ দলের হয়ে। কিন্তু হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচে চিয়ারলিডাররা পারফর্ম করবেন না।